নিউজ পোল ব্যুরো: নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়েও সাইবার হামলা রুখে দেওয়া যে সবসময় সম্ভব নয়, তার জলজ্যান্ত উদাহরণ হলো সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ভারতীয় সেনার নার্সিং কলেজের (Army Nursing College) ওয়েবসাইট হ্যাক করে পাকিস্তানি হ্যাকার গ্রুপ ‘টিম ইনসেন পিকে’। এই ঘটনার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের (Ind vs Pak) মধ্যে চলমান উত্তেজনার পারদ আরও চড়েছে।
আরও পড়ুন: Pahalgam : শিব-শক্তির চির মিলনের সূচনা! ‘পহেলগাঁও’ নামকরণের নেপথ্যে যে রহস্য
পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার মাত্র কয়েকদিন পরেই ঘটে এই সাইবার হামলা (Army Nursing College)। পর্যটকবহরে চালানো সেই হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। গোটা বিশ্ব এই কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা জানায় এবং সন্ত্রাস দমনে ভারতকে পূর্ণ সমর্থনের বার্তা দেয় আমেরিকা সহ একাধিক দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ঘোষণা করেন, এই ষড়যন্ত্রকারীদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না।
এই ঘটনার পরপরই ভারত বেশ কিছু কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয় এবং নয়াদিল্লিতে পাক হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাদের ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করে কেন্দ্র সরকার। সেই সঙ্গে, ভারতে অবস্থানরত পাক নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এই আবহেই ঘটে সেনা নার্সিং কলেজের (Army Nursing College) ওয়েবসাইট হ্যাকের ঘটনা। হ্যাকাররা সেখানে ভারতবিরোধী এবং ঘৃণামূলক বার্তা ছড়িয়ে দেয়। যেহেতু কলেজটি একটি স্বশাসিত প্রতিষ্ঠান, তাই ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম (CERT-In)-এর সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সেনা সূত্রে খবর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
উল্লেখ্য, এর আগেও ‘টিম ইনসেন পিকে’ নাম উঠে এসেছে একাধিক সাইবার হানার ঘটনায়। ২০২৩ সালের জি-২০ সম্মেলনের আগেও তারা কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে হামলার চেষ্টা করেছিল। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি ওয়েবসাইট কোথাওই বাদ যায়নি তাদের আক্রমণ থেকে।