Kashmir Attack: ভারতের নাগরিকত্ব নিয়ে বিতর্ক! সোহিনী অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বিস্ফোরক বিতানের দাদা

কলকাতা

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলায় (Kashmir Attack) নিহত হয়েছেন বিতান অধিকারী। এর মধ্যেই তার পরিবারে একাধিক বিতর্কের জন্ম দিয়েছে সোহিনী অধিকারীর (Sohini Adhikari) বিরুদ্ধে। সূত্রের খবর, ভোটার কার্ড জালিয়াতির (Voter Card Scam) অভিযোগ রয়েছে বিতান অধিকারীর স্ত্রী সোহিনীর বিরুদ্ধে। এমনইএক বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছেন কাশ্মীরে জঙ্গি হানায় নিহত (Kashmir Attack) বিতান অধিকারীর দাদা বিভু অধিকারী। বিভু অধিকারীর অভিযোগ, সোহিনী বাংলাদেশি নাগরিক এবং তার ভারতে থাকার বৈধ কোন নথি নেই। সোহীনির বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা চলছে।

আরও পড়ুন: Arijit Singh: বিরাট লোকসান! জঙ্গি হামলার প্রতিবাদে কনসার্ট বাতিল করলেন অরিজিৎ সিং

মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত (Kashmir Attack) হন বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান। তার সঙ্গেই বেড়াতে গিয়েছিলেন স্ত্রী সোহিনী ও সাড়ে তিন বছরের পুত্র সন্তান। তারা নিরাপদেই এসেছেন। তবে ভাইয়ের বউয়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ বিভুর।

পেশায় আইনজীবী বিতানের দাদা বিভু অধিকারী জানান, সোহিনী ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গেছে। তিনি আরও জানান, সোহিনীর সব ভারতে থাকার নথি জাল এবং এসব নিয়ে মামলা চলমান। ফ্লোরিডায় থাকা অবস্থায় তার পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ার পর সোহিনী কলকাতায় ফিরে আসেন এবং বারবার পাসপোর্ট অফিসের সামনে হাজির হওয়ার নির্দেশ পেয়েও তা এড়িয়ে গিয়েছেন। এরই মধ্যে, তিনি হাইকোর্টেও মামলা করেন। তবে সেখানে আবারও তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়।

বিভু অধিকারীর দাবি, সোহিনীর মা ভারতী রায় ভারতে জমি কেনার জন্য ভারতীয় নাগরিকত্বের নথি জাল করেছিলেন। যা পরে ধরা পড়ে। ভারতী রায় বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জে পালিয়ে আছেন বলে বিভু জানান। এমনকি, ভারতের নাগরিকত্বের জন্য সোহিনী বারবার আবেদন করলেও সেই আবেদনগুলো খারিজ হয়েছে। তিনি এখনও দেশের মধ্যে বৈধভাবে বসবাসের অধিকারী নন।

বিতান অধিকারীর মৃত্যুর পর বিতানের স্ত্রী এবং তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কুণাল ঘোষ সহ অনেকেই দাবি তুলেছেন। তবে বিভু অধিকারী বলেছেন, তাঁর ভাইয়ের মৃত্যুর পরও সোহিনী অন্য কোনো উদ্দেশ্যে সরকার এবং রাজনৈতিক নেতাদের সাহায্য চাইছেন। বিশেষত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাঁর নাগরিকত্বের বিষয়টি নিয়ে সাহায্য চাওয়ার জন্য অনুরোধ করছেন সোহিনী।

বিভু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন যে, সোহিনী বাংলাদেশের নাগরিকত্বের বিষয়টি প্রশাসনের কাছে প্রমাণিত এবং তিনি এসব বিষয় নিয়ে আইনগত পদক্ষেপ নেবেন। তিনি জানিয়েছেন, সোহিনীর বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে এবং প্রশাসন এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এখানেই শেষ নয়, বিতান অধিকারীর দাদা বিভু অধিকারী সোহিনী অধিকারীর মায়ের বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছেন। তার দাবি, সোহিনীর মা ভারতী রায় ভুয়ো নথি তৈরি করে বৈষ্ণবঘাটায় একটি বাড়ি কিনেছিলেন, যা পরবর্তীতে প্রকাশ্যে চলে আসে। নথি জালিয়াতি ধরা পড়ার পর ভারতী রায় বাংলাদেশে পালিয়ে যান। বিভু অধিকারী আরও জানান, সোহিনীর পরিবারের সদস্যরা এই ভুয়ো নথির সাহায্যে বিতানের সঙ্গে সোহিনীর বিয়ে সম্পন্ন করান।

বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে বিতান এবং সোহিনীর পরিবারের মধ্যে সম্পর্কের চিঁড় ধরতে শুরু করে। বাবা, মা এবং দাদা থেকে সোহিনী ও বিতানের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, এবং তারা আলাদা থাকতে শুরু করেন। বিভু অধিকারী জানান, ভাই বিতানের মৃত্যু এবং পরিবারে ঘটে যাওয়া এই সংকটপূর্ণ সময়েও সোহিনীকে দোষারোপ করেছেন। তার মতে, সংসারের ভাঙনের জন্য সোহিনী দায়ী।