নিউজ পোল ব্যুরো: কাশ্মীর উপত্যকা আবারও উত্তাল। পহেলগাঁওয়ে (Kashmir News) পর্যটন রিসর্টে জঙ্গি হামলার রক্তাক্ত স্মৃতি এখনো টাটকা, আর সেই হামলার জবাব দিতেই এবার শক্ত হাতে ময়দানে নামল ভারতীয় সেনা (Indian Army)। আর কোনও রেহাই নয়! সরাসরি অ্যাকশন মোডে এসে একের পর এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করছে প্রশাসন।
আরও পড়ুন: Mohan Bhagwat : ধর্ম-অধর্মের যুদ্ধ, পহেলগাঁও হামলা নিয়ে বড় বার্তা RSS প্রধানের
গত ৩৬ ঘণ্টায় উপত্যকার বিভিন্ন প্রান্তে পাঁচজন সক্রিয় জঙ্গির বাড়ি উড়িয়ে দিয়েছে সেনা। শুধু তাই নয়, তিনজন সন্দেহভাজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে বার্তা স্পষ্ট কাশ্মীরকে (Kashmir News) জঙ্গি-নেটওয়ার্কমুক্ত করতেই এবার কোনো ছাড় নয়।
শুক্রবারই প্রথম ধাপে পহেলগাঁও হামলার (Kashmir News) মূল অভিযুক্ত আসিফ শেখের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। একইসঙ্গে উড়ে যায় অনন্তনাগের বাসিন্দা ও হামলার অন্যতম পরিকল্পনাকারী আদিল ঠোকর ওরফে আদিল গুরির বাড়ি। জানা গেছে, ২০১৮ সালে সে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়ে ট্রেনিং নেয় এবং পরে কাশ্মীরে ফিরে এসে হামলার মদত দেয়।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সেনা অভিযানে পুলওয়ামা (Pulwama), কুলগাঁও ও শোপিয়ানে তিন লস্কর-ই-তইবার জঙ্গির বাড়িও উড়িয়ে দেওয়া হয়। পুলওয়ামায় ইশান উল হকের, কুলগাঁওয়ে (Kulgam) জাঁকির আহমেদ গানিয়ার এবং শোপিয়ানে (Shopian) শহিদ আহমেদ কুতায়ের বাড়ি বিস্ফোরণে ধ্বংস করে দেওয়া হয়। এই তিনজনই বর্তমানে পলাতক এবং তাদের পহেলগাঁও হামলার সঙ্গে যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
একইসঙ্গে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ যৌথভাবে জঙ্গিদের সহযোগীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে কুলগাঁওয়ে (Kulgam) হানা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে দুজন সরাসরি হামলাকারীদের সাহায্য করেছে।