জিনাতের পুরুষসঙ্গী এবার ঘাটশিলায়

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: এবার ঝাড়খণ্ডে জিনাতের পুরুষসঙ্গী। টানা ৮ দিন ধরে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে। জিনাতকে খুঁজে না পেয়ে বনদফতরের কর্মীরা সাঁড়াশি অভিযান চালায়। সেই সাঁড়াশি অভিযানে বিরক্ত হয়েই সোমবার ভোর রাতে বাংলা ছাড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলা থেকে ৭-৮ কিলোমিটার দূরে রয়েছে জিনাত প্রেমিক।

বনদফতর সূত্রে খবর, যে পথ দিয়ে বাংলায় প্রবেশ করেছিল সে পথ দিয়েই জামশেদপুরের ঘাটশিলা বনাঞ্চলে ঢুকে যায় রয়্যাল বেঙ্গল টাইগারটি। ঝাড়খণ্ডে যাওয়ার পদচিহ্নও সংগ্রহ করেছে বনদফতর। তবে শনিবার বিকেলে শুরু হওয়া ৪৮ ঘন্টার সাঁড়াশি অভিযান শেষ হলেও ৭২ ঘন্টার নাইট ওয়াচিং থাকবে। তদারকি চলবে বনাধিকারীকদেরও। থাকছে সুন্দরবন ব্যাঘ্র বিশেষজ্ঞ টিমও।

ঝাড়খণ্ডের জামশেদপুর ফরেস্ট জোনের ডিএফও সাবা আলম আনসারি বলেন, ‘রয়্যাল বেঙ্গল টাইগারটি জামসেদপুর ফরেস্টে আছে। আমরা পায়ের ছাপ পেয়েছি। প্রতিনিয়ত আমরা নজরদারি রাখছি। সতর্কবার্তা দেওয়া হচ্ছে স্থানীয়দের।’এইসময় ঘাটশিলার ভরা মরশুমে পর্যটকদের ভিড়। আর তাতেই রয়্যাল বেঙ্গল টাইগারের তীব্র আতঙ্ক সৃষ্টি পর্যটন কেন্দ্রে।