নিজস্ব প্রতিনিধি,হুগলি: স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু স্কুলেই পৌঁছানো হল না তার। বেপরোয়া লরি পিষে দিল তাকে। ঘটনায় শোকের ছায়া তারকেশ্বরের বালিগোরি ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায়।
সূত্রের খবর, মৃত ছাত্রের নাম দ্বীপ কোলে (১৩)। তারকেশ্বর মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। বুধবার সকালে প্রতিদিনের মত স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় দ্বীপ। সেই সময় একটি লরি তাকে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ, সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রটি। স্থানীয়রা তড়িঘড়ি তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানান।
স্কুলের প্রেসিডেন্ট চন্দ্রশেখর ঘোষ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান গ্রামের ভিতর দিয়ে লরিটি খুব জোরেই যাচ্ছিল তারপরেই স্কুল পড়ুয়াকে ধাক্কা মারে। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
ছাত্র মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘাতক লরিকে আটকে দেয় স্থানীয়রা। এরপর লরিটিকে ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে আসেন পুলিশ বাহিনী। লরি চালককে গ্রেফতার করেছে পুলিশ। লরির পাশাপাশি চালক ও হেল্পারকে আটক করেছে পুলিশ।