নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাওয়া উপভোগ তারা যাতে সাইবার জালিয়াতির (Cyber fraud) শিকার না হয় সেজন্য জোরদার প্রচার অভিযান শুরু করেছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যকে সামনে রেখে রাজ্যের পঞ্চায়েত দপ্তর ৫ দফা নির্দেশিকা জারি করেছে।
Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো
পাশাপাশি উপভোক্তাদের সুরক্ষিত করতে সাইবার অপরাধীদের (Cyber fraud) পাকড়াও করতে সমস্ত ধরনের তৎপরতা চালানো হচ্ছে। সেই কারণে ফোন করে কেউ কোনও ওটিপি চাইলেই হেল্পলাইন নম্বর ১১২-তে ফোন করার আর্জি জানানো হচ্ছে উপভোক্তাদের। জেলায় জেলায় সচেতনতা শিবিরও করা হচ্ছে। পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা সেখানে গিয়ে মানুষকে এ বিষয়ে সতর্ক করছেন। বাড়ি তৈরীর বিষয়ে নানা পরামর্শ দেয়ার পাশাপাশি সাইবার অপরাধ সম্পর্কে তাদের সতর্ক করা হচ্ছে।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
রাজ্য পুলিশ সূত্রে খবর, যদি কোনও ব্যক্তি মনে করেন তিনি সাইবার প্রতারণার শিকার হয়ছেন, তা হলে তৎক্ষণাৎ এই বিভাগের ১৯৩০ টোল-ফ্রি নম্বরে ফোন করলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ হয়ে যাবে। ফলে টাকা হারানোর ভয় থাকবে না। রাজ্য পুলিশের বিশেষ একটি দল ২৪ ঘণ্টা এই বিভাগে কাজ করছে বলেও খবর।
https://www.youtube.com/@newspolebangla
হাওড়ায় সম্প্রতি ঘটে গিয়েছে একটি সাইবার প্রতারণার ঘটনা। ওই অপরাধের কিনারা করে শনিবার সাংবাদিক বৈঠক করেন ডিআইজি সাইবার ক্রাইম অঞ্জলি সিংহ। তিনি আশ্বাস দিয়ে বলেন, “সাইবার জালিয়াতদের ফাঁদে পড়েছেন বুঝতে পারলেই ১৯৩০ নম্বরে ফোন করুন। রাজ্য সাইবার সেলের আধিকারিকেরা দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেবেন। এতে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারবে না জালিয়াতরা।