পরিবারের ধারা বজায় রেখেই একসঙ্গে তিন সন্তানের জন্ম

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলি: হুগলির বৈঁচিগ্রাম পূর্ব পাড়ায় ঘটল এক বিরল ঘটনা। দিনমজুর সুব্রত ক্ষেত্রপালের স্ত্রী স্বপ্না ক্ষেত্রপাল একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। পরিবারের আগের প্রজন্মে জমজ সন্তানের জন্ম দেওয়ার ধারাই যেন বজায় রেখেছেন স্বপ্না। গত ১৭ জানুয়ারি পূর্ব বর্ধমানের কালনার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন স্বপ্না। সেদিন বিকেলেই অস্ত্রোপচারের মাধ্যমে তিন পুত্র সন্তানের জন্ম দেন তিনি। কয়েকদিন চিকিৎসার পর স্বপ্না এবং নবজাতকদের বাড়ি ফিরিয়ে আনা হয়। তিন সন্তানের নাম নিজেই ঠিক করেছেন স্বপ্না— বড় ছেলের নাম অঙ্কিত, মেজ ছেলের নাম আদি, আর ছোট ছেলের নাম অগ্নি।

তিন সন্তান ঘরে ফেরার আনন্দে সুব্রত ক্ষেত্রপাল চারচাকা গাড়িকে ফুল ও বেলুন দিয়ে সাজিয়ে বাড়ি আনেন। এই উপলক্ষে পাড়ার সবাইকে মিষ্টি খাইয়ে আপ্যায়ন করা হয়। সন্তানদের দেখতে প্রতিবেশীদের ভিড় উপচে পড়ে বাড়িতে। স্বপ্নার মা গঙ্গা ক্ষেত্রপাল বলেন, “আমার মায়ের জমজ সন্তান ছিল। আমারও দুই পুত্র সন্তান যমজ। এবার আমার মেয়ে একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছে। পরিবারে এই আনন্দের মুহূর্তে আমরা সবাই খুব খুশি। নাতিরা সবাই সুস্থ রয়েছে।”

স্বপ্না জানান, অন্তঃসত্ত্বা থাকার দ্বিতীয় মাসেই আল্ট্রাসোনোগ্রাফি করে জানতে পারেন যে তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। এরপর থেকেই সব রকম সাবধানতা অবলম্বন করে চিকিৎসা চলতে থাকে। সন্তানদের নিরাপদ জন্মের জন্য প্রয়োজনীয় যত্ন নেওয়া হয়। সময়ের কিছুটা আগেই অস্ত্রোপচার করে সন্তানদের জন্ম দেওয়া হয়। পরিবারের এই ঘটনা এলাকাবাসীর মধ্যেও চাঞ্চল্য তৈরি করেছে। সকলেই আশীর্বাদ করছেন তিন ভাই যেন সুস্থ থাকে এবং ভবিষ্যতে দুধে ভাতে জীবন কাটায়।