Republic Day: দিল্লীর রাজপথে বাংলার ট্যাবলো

কলকাতা দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের (Republic Day ) কুচকাওয়াজে এবার রাজ্যের ট্যাবলো অংশ নিচ্ছে। রাজ্য সরকারের লোক প্রসার প্রকল্পকে সামনে রেখে এবং নারী ক্ষমতায়নে লক্ষীর ভান্ডার প্রকল্পের ভূমিকা কে তুলে ধরে ওই ট্যবলো পরিকল্পনা করা হয়েছে। জঙ্গলমহলের প্রেক্ষাপট ও টেরাকোটা মন্দিরের পশ্চাদপটে ট্যাবলোটিকে সাজিয়ে তোলা হয়েছে। ছৌ এবং বাউল শিল্পীরা রাজ্যের তরফে কুচকাওয়াজে অংশ নেবেন।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

রাজ্যের এই বিষয় ভাবনা কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সংশ্লিষ্ট নির্বাচক কমিটির ছাড়পত্র পেয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জন্য গেছে। প্রসঙ্গত, গতবার দিল্লীর প্রজাতন্ত্র দিবসে (Republic Day) কন্যাশ্রী প্রকল্প বিষয় ভাবনার ওপর রাজ্য সরকারের প্রস্তাবিত ট্যাবলো কেন্দ্র বাতিল করে দিয়েছিল। রাজ্যের ঐতিহ্যপূর্ণ লোকশিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে লোকশিল্পীদের স্বীকৃতি এবং আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকার লোক প্রসার প্রকল্প হাতে নিয়েছে। এখনও পর্যন্ত রাজ্যের ১ লক্ষ ৮১ হাজার লোকশিল্পী এই প্রকল্পের অধীনে এসেছেন।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

তৃতীয়বারের মত সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবার রাজ্যের লক্ষ্য ‘শিল্প।’ যদিও বিধানসভা ভোটের পর, লোকসভা ভোটে এক অন্য সমীকরণই ধরা পড়ে। লোকসভা ভোটের প্রচারে এসে বিরোধী দলের শীর্ষ নের্তৃত্বের মুখে শোনা যায়,  লক্ষ্মীর ভাণ্ডারের কথা। যে ভোট জিতলে তৃণমূল সরকারের থেকে অনেক বেশি টাকা দেবে বিরোধী দলের সরকার। কিন্তু চব্বিশের ভোটের পর যাবতীয় সমীক্ষাকে কুপোকাৎ করে বাংলায় ওঠে ফের সবুজ ঝড়। ভোট বিশ্লেষণের আলোয় এসে পড়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার।’ এখানেই শেষ নয়, মহারাষ্ট্রে বিরোধী জোটে ইস্তেহারে মহিলাদের ৩ হাজার টাকা ভাতা ঘোষণা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে মহালক্ষ্মী যোজনা।

https://www.youtube.com/@newspolebangla