Fisherman: শ্রীলঙ্কার হামলার শিকার ভারতীয় মৎস্যজীবী

আন্তর্জাতিক

নিউজপোল ব্যুরো: ফের হামলার শিকার ভারতীয় মৎস্যজীবীরা (Fisherman)। শ্রীলঙ্কার নৌবাহিনীর আক্রমণের শিকার হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা। শ্রীলঙ্কার জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকায় নির্বিচারে গুলি চালানো হয়। হামলায় গুরুতর আহত পাঁচজন এবং মোট ১৩ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে।

Tamilnadu: হিন্দি নয়, এবার তামিল ভাষায় বাজেট লোগো

সূত্রের খবর, আহত মৎস্যজীবীদের (Fisherman) মধ্যে দুজনের অবস্থা গুরুতর তাঁদের শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দুজন। জাফনার ভারতীয় কনসুলেট তাঁদের চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছে। মঙ্গলবার ভোরে পক প্রণালীতে শ্রীলঙ্কার ডেল্ফট দ্বীপের (স্থানীয় নাম নেদুনতিভু) কাছে এই হামলা চালানো হয়। হামলার পর ভারতের কূটনৈতিক সম্পর্কেও উত্তেজনা তুঙ্গে। ভারতের বিদেশ মন্ত্রণালয় শ্রীলঙ্কার হাই কমিশনারকে তলব করে ঘটনাটি জানতে চেয়েছে বিদেশমন্ত্রক।

https://www.youtube.com/@newspolebangla

এই একই ধরনের ঘটনা ঘটেছিল গত বছরেও। শ্রীলঙ্কার নৌবাহিনী কচ্চতিভু দ্বীপের উত্তরে ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকাকে লক্ষ করে গুলি চালিয়েছিল,যার ফলে দুজন মৎস্যজীবী নিহত হন। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন অনুরাকুমার দিশানায়েক, যিনি বামপন্থী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) দলের নেতা। তিনি শ্রীলঙ্কার রাজ্নীতিতে ‘ভারতবিরোধী’ এবং ‘চিনপন্থী’ হিসাবে পরিচিত। দ্বীপরাষ্ট্রের আর্থিক সংকটের মধ্যে,এ ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

https://www.facebook.com/share/p/16NRY8XTQz/

মঙ্গলবার ভোরে শ্রীলঙ্কার নৌবাহিনীর একটি টহল দল ভারতীয় মাছ ধরার নৌকায় গুলি চালিয়ে দুই জেলেকে “গুরুতর আহত” করার ঘটনায় ভারত “তীব্র প্রতিবাদ” জানিয়েছে, বিদেশ মন্ত্রণালয় (এমইএ) জানিয়েছে। তবে শ্রীলঙ্কা দাবি করেছে যে ভারতীয় জেলেরা তাদের জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিলেন এবং তাদের নৌ কর্মকর্তাদের “হামলা” করার চেষ্টা করেছিলেন, যোগ করেছেন যে “দুর্ঘটনাক্রমে আগুন লাগার” কারণে দুই জেলে “সামান্য আহত” হয়েছেন।