Train cancellation: সরস্বতী পুজোয় ট্রেন ভোগান্তি

breakingnews রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রাত পোহালেই সরস্বতী পুজো , অপরদিকে বাঙালির ভ্যালেন্টাইন ডে। আপামর বাঙালি মেতেছে অগ্রিম আনন্দে , কিন্তু এর মাঝেই দুশ্চিন্তা বাড়াচ্ছে রেল (Train cancellation)। যদি আপনার প্ল্যানিং থাকে গতকাল ট্রেনে চেপে পাড়ি দেওয়ার, তবে থেমে যান! জানেন তো বাতিল থাকছে অজস্র ট্রেন?

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

সপ্তাহান্তে ফের একাধিক ট্রেন বাতিল পূর্ব রেলে (Train cancellation)। রেলের তরফে জারি হয়েছে নির্দেশিকা। ১ ফেব্রুয়ারি শনিবার রাত থেকেই বাতিল থাকবে বহু ট্রেন। ১ থেকে ৩ ফেব্রুয়ারি সোমবার ভোর পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখা, শিয়ালদহ–বারুইপুর শাখায় ৫২ ঘণ্টায় মোট ১০৮টি ট্রেন বাতিল থাকবে জানিয়েছে রেল।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রায় ৩৩০ টির বেশি ট্রেন চলে। যার মধ্যে ১০৮টি ট্রেন বাতিল থাকবে। কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিংয়ের চলবে কাজ, সে কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। রাত পোহালেই এদিকে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে বাঙালি সেই জায়গায় দাঁড়িয়ে বহু ট্রেন বাতিলের কথা বাড়াচ্ছে যাত্রী ভোগান্তির আশঙ্কা। বিশেষত সমস্যায় পড়বেন বজবজ ও বারুইপুর শাখার যাত্রীরা। তবে এদিকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে লক্ষীকান্তপুর লাইনের।

এর পাশাপাশি সাভাবিক থাকবে চক্ররেল পরিষেবাও। সরস্বতী পূজো বাদেও এখন কলকাতায় চলছে বইমেলা, যার ফলে ভিড় স্বাভাবিকের চেয়ে বেশি থাকার কথা শুরু থেকেই। এরপরে ট্রেন বাতিলের ফলে মারাত্মক সমস্যায় পড়বেন যাত্রীরা সেটাই এখন আশঙ্কা। অবশ্য এ বিষয়ে রেলের তরফ থেকে বলা হয়েছে বিশেষ দিনের কথা মাথায় রেখে অতিরিক্ত ভিড় সামলানোর চেষ্টা হবে। অতিরিক্ত ট্রেন চালানো হবে বারাসাত থেকে দমদম পর্যন্ত। শিয়ালদহ থেকে নৈহাটি, শিয়ালদহ–রানাঘাট, বজবজ থেকে নিউ আলিপুর লাইনে চালানো হবে স্পেশাল ট্রেন।

প্রসঙ্গত, রেল অবশ্য জানিয়েছে, কিছু স্পেশাল ট্রেন চালানো হবে বারাসত থেকে দমদম অবধি। শিয়ালদহ থেকে নৈহাটি, শিয়ালদহ–রানাঘাট, বজবজ থেকে নিউ আলিপুর লাইনে স্পেশাল ট্রেন চালিয়ে অতিরিক্ত ভিড় সামলানোর চেষ্টা হবে বলে জানিয়েছে পূর্ব রেল।