বিমা ক্ষেত্রে বিদেশী বিনিয়োগের দরজা খুলে দিলেন নির্মলা

Budget 2025 দেশ

নিউজ পোল ব্যুরো: শেষমেষ ভারতের বিমা ক্ষেত্রকে উন্মুক্ত করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। বেশ কয়েক বছর ধরেই বিমা ক্ষেত্র নিয়ে বিরোধীরা কেন্দ্রের এই আচরণের দিকেই অঙ্গুলি নির্দেশ করে আসছিলেন। শনিবারের বাজেটে তা পুরোপুরি প্রকাশ্যে এনে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বয়ং। এদিন বাজেট বক্তৃতায় ঘোষণা করেন বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জন্য আর কাউকে কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। এবার থেকে ১০০% ই তারা বিনিয়োগ করতে পারবেন। যার অর্থ দাঁড়ায় বিদেশের বিনা কোম্পানীগুলো এবার যথেচ্ছভাবে ভারতে তাদের ব্যবসা করার সুযোগ গ্রহণ করবে। এতদিন পর্যন্ত এই ক্ষেত্রে বিদেশী বিনিয়োগে মাত্র ছিল সর্বোচ্চ ৭৪% কিন্তু শনিবার বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামণ। বিমায় প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যা সংক্ষেপে এফডিআই ১০০% করার কথা উল্লেখ করেন। এই বিদেশী বিনিয়োগে তিনি উল্লেখ করেন একটি শর্ত, তিনি জানিয়েছেন যেসব বিমা সংস্থা তাদের সম্পূর্ণ প্রিমিয়াম এ দেশেই লগ্নী করবেন তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। উল্লেখ্য ভারতের বিমা সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করে ইন্স্যুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। সংক্ষেপে যাকে বলা হয় আইআরডিএআই।

২০৪৭ সালের মধ্যে এই সংস্থার উদ্যেশ্য সকলের জন্য বিমা চালু করা। আইআরডিএআই-এর দাবি ভারতের আমজনতার একটি বড় অংশের কাছে বিমাযোগ্য আয় রয়েছে কিন্তু পড়ে থাকা অবশিষ্ট নাগরিকদেরকে এই বিমা সংস্থার মধ্যে অন্তর্ভুক্ত করতে বিমা ক্ষেত্রকে এভাবে উন্মুক্ত করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলে আর্থিক বিশ্লেষকদের অভিমত। তাঁরা আরও মনে করেন ভারতের বিমাক্ষেত্রে এফডিআই যে সংস্কারেব পথে হাঁটতে চলেছে তাতে মূল কথাই হল মূলধন। আর সেই মূলধন অর্জনের ক্ষেত্রে ২০৪৭ সালকে লক্ষ্যমাত্রা হিসেবে চিহ্নিত করেছে এই কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রের এহেন পদক্ষেপের ফলে তাদের সে সংস্কারের কাজ সম্পাদন করে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌছতে সম্ভব হবে।