নিউজ পোল বিনোদন ব্যুরো :- টলিউডে আবারও উত্তপ্ত পরিস্থিতি। ফের একবার পরিচালকের ‘বয়কট’ ঘিরে তোলপাড় ইন্ডাস্ট্রি। পরিচালক রাহুল মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর এবার ফেডারেশনের ক্ষোভের মুখে পড়লেন পরিচালক শ্রীজিৎ রায়। ঘটনার জেরে বন্ধ হয়ে গেল একটি জনপ্রিয় সিরিয়ালের সেট তৈরির কাজ। শিল্পী ও কলাকুশলীদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে, আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে টলিউডের অন্দরে। সূত্রের খবর, একটি নতুন সিরিয়ালের জন্য বিশাল বাজেটের সেট তৈরি হচ্ছিল। শুটিং শুরুর আগে পরিচালককে দায়িত্ব দেওয়া হলেও, হঠাৎ করেই প্রযোজক ও চ্যানেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই পরিচালকের সঙ্গে কাজ করা সম্ভব নয়। ফলে তাঁকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয় এবং এরই সঙ্গে সেট তৈরির কাজও স্থগিত হয়ে যায়
https://www.facebook.com/srijit.roy1/videos/1598695087677685/?rdid=N9QAukGu1q5lLdIs
এই সিদ্ধান্তে টলিউডের পরিচালকমহলে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত বা রাজনৈতিক কারণে পরিচালকদের এভাবে বয়কট করা ইন্ডাস্ট্রির পক্ষে ক্ষতিকর হতে পারে। অন্যদিকে, প্রযোজনা সংস্থা তাঁদের অবস্থান স্পষ্ট করে বলেছেন, ‘আমরা পেশাদার সিদ্ধান্ত নিয়েছি, কোন ব্যক্তিগত আক্রোশ থেকে নয়।’ যদিও অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে, পরিচালকের সঙ্গে প্রযোজনা সংস্থার কিছু মতপার্থক্য হয়েছিল। শোনা যাচ্ছে, বাজেট নিয়ে পরিচালকের দাবি ও প্রযোজকদের শর্তের মধ্যে মিল হচ্ছিল না। এছাড়া, পরিচালকের পূর্ববর্তী কিছু কাজ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, যা হয়ত তাঁর বিরুদ্ধে গিয়েছিল।
এই সিদ্ধান্তের ফলে যাঁরা সিরিয়ালের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা এখন অনিশ্চয়তার মুখে। একজন টেকনিশিয়ান বলেন, ‘আমরা অনেকেই এই সেট তৈরির কাজ করছিলাম, হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক দিক থেকে ক্ষতির মুখে পড়তে হল।’ অভিনেতাদের একাংশও মনে করছেন, পরিচালকদের বারবার এভাবে বয়কট করা হলে সৃজনশীল স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। এটা প্রথমবার নয়, এর আগেও টলিউডে পরিচালকদের বয়কটের ঘটনা ঘটেছে। কখনও চ্যানেলের সঙ্গে মতবিরোধ, কখনও রাজনৈতিক কারণে, আবার কখনও প্রযোজকদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে পরিচালকদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনা আরও একবার টলিউডের কর্মসংস্কৃতি ও পরিচালকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
পরিচালক শ্রীজিৎ রায় আজ মঙ্গলবার নিজে তাঁর ফেসবুক লাইভ এসে বলেন, গত ২৭ জানুয়ারী থেকে সিরিয়ালের সেট তৈরির কাজ শুরু হয় দাসানি ওয়ান স্টুডিওতে। খুব সুন্দরভাবে কাজ চলছিল। হঠাৎ ফেডারেশন দাবি করে আমার কিছু কথায় তাঁদের খারাপ লেগেছে। কিন্তু এর কোন প্রমান বা ভিত্তি নেই। এর আগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে গন্ডগোলের সময় আমি নাকি সংবাদমাধ্যমকে কিছু খারাপ মন্তব্য করেছিলাম। যদিও এর কোন ভিত্তি নেই। আমার মনে হয় ওঁরা কারোর দ্বারা প্ররোচিত হচ্ছে। আমার সঙ্গে টেকনিশিয়ান, আর্ট সেটিং গিল্ডের সঙ্গে সম্পর্ক ভালো।’ ডিরেক্টর এসোসিয়েশনের সেক্রেটারি সুদেষ্ণা রায় তাঁর পশে থাকার আশ্বাস দিয়েছেন।
ইন্ডাস্ট্রির অনেকেই চাইছেন বিষয়টি দ্রুত সমাধান হোক। যদি দুই পক্ষ সমঝোতায় না আসে, তবে সিরিয়ালের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এখন দেখার, প্রযোজনা সংস্থা নতুন কোন পরিচালক নিয়ে আসে নাকি এই সিরিয়াল আদৌ শুরু হয় কি না। তবে এটুকু নিশ্চিত, পরিচালকদের উপর বারবার এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে ইন্ডাস্ট্রির সৃজনশীলতাই ক্ষতিগ্রস্ত হবে।