Humayun Kabir: ফোন হারিয়ে মেজাজ সপ্তমে হুমায়ুনের

রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায়(Assembly) ফোন হারালেন বিধায়ক হুমায়ুন কবীর। লবি থেকেই খোয়া গেছে বলে অনুমান। আচমকাই তাঁর কাছে থেকে উধাও আই ফোন। এখনও পর্যন্ত খোঁজাখুঁজির পরেও মেলেনি ফোন। এরইমধ্যে তদন্তের স্বার্থে এসেছে পুলিশ।

সোমবার থেকে বিধানসভায়(Assembly) শুরু হয়েছে বাজেট অধিবেশন। বুধবারই বাজেট পেশ হবে খবর। তার আগেই এ কি কান্ড বিধানসভায়! রাস্তা কিংবা কোনও সাধারণ ক্ষেত্রে নয় চুরি হয়েছে বিধানসভায়(Assembly)। খবর পাওয়া মাত্রই হুলুস্থুল কাণ্ড বাধে বিধানসভায়(Assembly)। বিধায়ক ও অন্যান্য লোকজনের মাঝেই উধাও মুর্শিদাবাদের(Murshidabad) ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবিরের(Humayun Kabir) ফোন। এদিন ফোন চুরির পর তিনি জানান, ”সিটের পাশেই ফোন রেখেছিলাম। পাশের সিটে জাকির বসেছিল তাঁর সঙ্গে কথা বলছিলাম। এরপর বেল বাজায় উঠে চলে যাই। তখনই খেয়াল করি পকেটে একটা ফোন আছে, আর একটা নেই। সঙ্গে সঙ্গে ফিরে এসে সিটেও আর দেখতে পাইনি।”

সম্প্রতি দল বিরোধী কাজের জন্য তাঁকে শোকজ করার সিদ্ধান্ত নেয় দল। তৃণমূলের(TMC) তরফে দল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সে সময়। সে সময় বিধায়ক অবশ্য জানান, ‘দলের ক্ষতি চান না তিনি।কাউকে আঘাত করতেও তিনি চাননি। কিন্তু কিছু ক্ষেত্রে অভিযোগ জানানোর পরেও দল পদক্ষেপ না-করায় আবেগতাড়়িত হয়ে কিছু কথা বলে ফেলেছিলেন।’ এই ঘটনার পরই টানা বেশ কয়েকদিন আলোচনার শিরোনামে ছিলেন তিনি।
বেফাঁস মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়তে হয়েছিল তাঁকে। সে সময়ে হুমায়ুন বলেন, “আগামী দিনে মুর্শিদাবাদের প্রতিটি তৃণমূল বিধায়ক এবং মানুষের মুখে একটাই আওয়াজ উঠবে, তা হল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই।” এরপরেই বেশ কিছুদিন আলোচনায় ছিলেন না তিনি। আর এখন আবারও ফোন চুরির ঘটনার পর ফের স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছেন হুমায়ূন কবির(Humayun Kabir)।