নিউজ পোল ব্যুরো: ফের দুর্ঘটনার কবলে রেল (Train)। কোচবিহারে ট্রেন দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ফের অঘটন। শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) নৈহাটী লোকাল ট্রেনে (Naihati Local Train) আগুন লেগে যায়। আতঙ্কের সৃষ্টি যাত্রীদের মধ্যে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর নেই। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা।
সূত্রের খবর, ভোর ৪ টা ৮ মিনিটে শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) ৫ নম্বর প্ল্যাটফর্মে নৈহাটি লোকাল (Naihati Local Train) ট্রেনটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে বগি থেকে আগুনের শিখা দেখা যায়। প্যান্টোগ্রাফের ওভারহেড তারে স্পর্শ করার কারণে আগুনের (Fire) ফুলকি উঠতে থাকে। সেসময় স্টেশন চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিপদ থেকে বাঁচতে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনাটি ভোরে হওয়ার কারণে ট্রেনটিতে কোনো যাত্রী (Passenger) ছিল না। পরবর্তীতে ট্রেনটিকে কারশেডে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিকল্প রেক নিয়ে ৪ টা ১৯ মিনিটে প্রথম ট্রেনটি শিয়ালদহ থেকে নৈহাটির (Naihati) উদ্দেশ্যে রওনা দেয়।
শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি রেকের পেছনের প্যান্টোগ্রাফে আগুনের ফুলকি ও ধোঁয়া দেখা যায়। এরপর একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারশেডে নিয়ে যাওয়া হয়। রেকটি নৈহাটি লোকাল (Naihati Local) নয়, পরে সম্ভবত কোনো লোকাল ট্রেন হতে পারে। দুর্ঘটনার পর, সকাল ৪ টা ৮ মিনিট থেকে ৪ টা ১৯ মিনিট পর্যন্ত ৫ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কোনও ট্রেন চলাচল করেনি।
উল্লেখ্য,মঙ্গলবার কোচবিহারে এক ট্রেন দুর্ঘটনা ঘটে। বামনহাট স্টেশনে ট্রেনের ইঞ্জিন জোড়া দেওয়ার সময় দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের পেছনে ধাক্কা মারে। এতে শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেসের বেশ কিছু যাত্রী আহত হন ,এর মধ্যে দুই শিশু সহ মোট ৬ জন। ট্রেনটির শেষ বগিটি ইঞ্জিনের ধাক্কায় বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সারা দেশে একের পর এক রেল দুর্ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে রেল যাত্রীরা।