WB Weather: তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত, গ্রীষ্মের প্রভাব রাজ্যজুড়ে

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায়( WB Weather) চলছে অদ্ভুত পরিবর্তন (Weather Fluctuation)। ভ্যালেন্টাইনস ডে-তেও (Valentine’s Day Weather) এই রদবদলের ধারাবাহিকতা বজায় ছিল। আবহাওয়া ( WB Weather) দফতরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনেও এই অঞ্চলের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন (Temperature Fluctuation) আসবে না। শীতের ফেরার সম্ভাবনা আর নেই বললেই চলে। তবে আগামী সপ্তাহের (Next Week Weather) মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিউজ পোল ইউটিউব লিংক: https://www.youtube.com/live/kcfqYQUn9ts?si=tVQxhDlOJNkTiCJn

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ উচ্চ পর্বত্য অঞ্চলে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের (Snowfall Forecast) সম্ভাবনাও রয়েছে।শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা ছিল। যদিও কনকনে শীত (Cold Wave) আর আসবে না, তবে রাতের তাপমাত্রা (Night Temperature) আগামী দু’দিনে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে সোমবার থেকে (Monday) তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী (Rising Temperature) হতে পারে।আজ শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আংশিক মেঘলা (Partly Cloudy) আকাশ দেখা যাবে। সকালে হালকা কুয়াশা (Morning Fog) থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/17/park-street-kidnapped-baby-rescued-three-arrested/

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টি (Rain Forecast) এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের উঁচু অঞ্চলে (Hilly Region) এই সময়ে তুষারপাত হলে আবহাওয়া আরও রোমাঞ্চকর হবে। উত্তর বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি বিপরীত ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি হওয়ার কারণে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে। এর জেরে কুয়াশার (Foggy Weather) পরিমাণ বেড়েছে এবং আকাশে মেঘলা ভাব দেখা যাচ্ছে।আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সকালে কুয়াশা ও হালকা ঠান্ডা অনুভূত হলেও দুপুরের পর থেকে গরম পড়বে। সামগ্রিকভাবে, দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া (Dry Weather) থাকবে। তবে আগামী সপ্তাহের বুধবার থেকে (Wednesday Rain) দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনাও এই সময়কে বিশেষ করে তুলবে।