New delhi: মহাকুম্ভে যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু

দেশ

নিউজ পোল ব্যুরো: মহাকুম্ভে( Maha Kumbh)অব্যাহত মৃত্যু মিছিল। ১৪৪ বছর পর উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্য স্নান করতে ঠিক জমিয়েছে কোটি কোটি মানুষ। সেখানেই দেখা গিয়েছে বিশৃঙ্খলার ছবি। কোন আগুন লাগার মত আবার কখনো পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে এবার মহাকুম্ভে নয় পুণ্য স্নান করতে যাওয়ার পথে নয়া দিল্লি (New Delhi ) রেল স্টেশনেঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। নয়া দিল্লি (New Delhi ) তে মৃত্যু হয়েছে ১৮ জনের। প্ল্যাটফর্ম বদলের ঘোষণার জেরেই ঘটে গেল ভয়াবহ ঘটনা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14uaLBKa3v/

জানা গিয়েছে, শনিবার রাতে মহাকুম্ভে যাওয়ার জন্য নয়া দিল্লি রেল স্টেশনে ভিড় জমিয়েছিল বহু মানুষ। পুলিশ সূত্রে খবর মহাকুম্ভগামী বিশেষ ট্রেনের ঘোষণা করতেই যাত্রীদের ঢল নামে নয়াদিল্লি স্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে। আগে ট্রেনে ওঠা নিয়ে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান বেশ কিছু যাত্রী। আর তাদেরই মাড়িয়ে দিয়ে চলে যায় বাকিরা। মুহূর্তের মধ্যেই সেই বদলে যায় ভয়ঙ্কর পরিস্থিতিতে। সমস্ত কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছুটে আসে দমকল ও পুলিশ বাহিনী।

আরও পড়ুন: IND Vs AUS: অজিদের ফাইনালে দেখছেন না ওঁরা

খবর অনুযায়ী, মৃতদের মধ্যে ৯ জন মহিলা, ৫ শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। কিন্তু নয়াদিল্লির মত এত ব্যস্ত রেলস্টেশনে কিভাবে এই ঘটনা ঘটল তাই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। দিল্লিতে সদ্য সমাপ্ত হয়েছে বিধানসভার নির্বাচন। ২৮ বছর পর ক্ষমতায় এসেছে বিজেপি। নির্বাচন হলেও এখনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা বা শপথ গ্রহণ হয়নি। কিন্তু তার মধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু হতেই কয়েকজন যাত্রী ভিড়ের চাপে পড়ে যান, আর তাঁদের মাড়িয়ে এগিয়ে যান বাকিরা। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে রেল পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।