Bangladesh: মার্কিন আর্থিক সহায়তা বন্ধ বাংলাদেশে

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: শনিবার, বাংলাদেশের (Bangladesh) তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনূস(Muhammad Yunus) আমেরিকার ‘ডিপার্টমেন্ট অব গভর্মেন্ট এফিসিয়েন্সি’ দফতরের কর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ভিডিও কনফারেন্সিং(Video Conferencing) মাধ্যমে এবং এতে বাংলাদেশে (Bangladesh) ইন্টারনেট পরিষেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আমেরিকা তাদের আর্থিক সহায়তা(Financial Aid) বন্ধ করার ঘোষণা দেয়, যা বাংলাদেশে আরও একবার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে কার্যকরী হতে যাচ্ছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1CC4cX9nhc/

‘ডিপার্টমেন্ট অব গভর্মেন্ট এফিসিয়েন্সি’ (Department of Government Efficiency) তাদের তরফ থেকে একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশসহ নেপাল(Nepal), কম্বোডিয়া(Cambodia), এবং সার্বিয়ার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এই তালিকার মাধ্যমে জানানো হয়েছে যে, আমেরিকা বিভিন্ন দেশের আর্থিক সহায়তা বন্ধ করতে যাচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য প্রায় ২৫১ কোটি টাকার মতো খরচ করত আমেরিকা, তবে এখন সেটি বন্ধ হয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন(Trump Administration) ক্ষমতায় আসার পর বিশ্বব্যাপী বেশ কয়েকটি দেশে আর্থিক অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে(US Cutoff Aid in Bangladesh)। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলির ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে, বিশেষত অতীতে যে অর্থনৈতিক সহায়তা প্রদান করা হয়েছিল তা এখন বন্ধ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/13/donald-trump-alerts-russia-and-putin/

এছাড়া, সম্প্রতি ইউএসএআইডি (United States Agency for International Development) বাংলাদেশে(USA-Bangladesh) তাদের সকল কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে, যা বাংলাদেশের(Bangladesh) উন্নয়নমূলক কাজ এবং আর্থিক সহায়তার ক্ষেত্রে বড় একটি বাধা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সহায়তা বন্ধ হওয়ার ফলে বাংলাদেশের(Bangladesh) বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং ত্রাণ কার্যক্রমে সমস্যার সৃষ্টি হতে পারে।