নিউজ পোল ব্যুরোঃ ফুটবল (Football)মাঠে আতশবাজি বিস্ফোরণ(Firecracker Explosion)। তাতেই আহত হয়েছেন ৩০ জনের বেশী মানুষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে বহুল প্রতীক্ষিত ফুটবল (Football) ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে রাত ৮:৩০ নাগাদ এই ঘটনা ঘটে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1BTXSeJqWu/
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে করলের (kerala) মালাপ্পুরম জেলার আরিকোড ফুটবল মাঠে আতশবাজি বিস্ফোরণ (Firecracker Explosion) ঘটে। আর তাতেই ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আরিকোড পুলিশ জানিয়েছে, স্থানীয় সেভেনস ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে রাত ৮:৩০ নাগাদ এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলা শুরুর হিসেবে উদযাপনের অংশ হিসেবে মাঠে আতশবাজি পোড়ানো হয়েছিল। সেই মাঠেই দর্শকরা যেখানে বসে ছিলেন, সেখানে আতশবাজি ছড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত বিশৃঙ্খল হয়ে ওঠে। আতশবাজির স্ফুলিঙ্গতে আতঙ্কের সৃষ্টি করে এবং অনেক অংশগ্রহণকারী পালিয়ে যাওয়ার সময় আহত হয়। পালানোর চেষ্টা করতে গিয়ে বেশ কয়েকজন পড়ে যায়, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।
আরও পড়ুন: Relationship Tips: পোষ্য ও দাম্পত্য জীবন সুখীর কৌশল!
পুলিশ জানিয়েছে যে আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জনসাধারণকে আশ্বস্ত করে যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আহতরা বর্তমানে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে করলের (kerala) মালাপ্পুরম জেলার আরিকোড ফুটবল মাঠে আতশবাজি বিস্ফোরণ (Firecracker Explosion) ঘটে। আর তাতেই ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আরিকোড পুলিশ জানিয়েছে, স্থানীয় সেভেনস ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে রাত ৮:৩০ নাগাদ এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলা শুরুর হিসেবে উদযাপনের অংশ হিসেবে মাঠে আতশবাজি পোড়ানো হয়েছিল। সেই মাঠেই দর্শকরা যেখানে বসে ছিলেন, সেখানে আতশবাজি ছড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত বিশৃঙ্খল হয়ে ওঠে। আতশবাজির স্ফুলিঙ্গতে আতঙ্কের সৃষ্টি করে এবং অনেক অংশগ্রহণকারী পালিয়ে যাওয়ার সময় আহত হয়। পালানোর চেষ্টা করতে গিয়ে বেশ কয়েকজন পড়ে যায়, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।