Weather: ফাল্গুনের শুরুতেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: ফাল্গুন মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (Weather)বড় পরিবর্তন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া (Weather) দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি আরও কয়েক দিন চলবে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (Light Rain) হতে পারে। শুক্রবার বৃষ্টির পরিমাণ সামান্য কমবে বলে জানা গিয়েছে। তবে এই দিনও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশ ভিজতে পারে। শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে এবং শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather) দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1KbotvDB8s/

আবহাওয়া দপ্তরের(Weather Office) সূত্র বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। এর ফলেই রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে। আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/21/kolkata-high-court-bengali-hearing-mother-language-day/

একইভাবে উত্তরবঙ্গের(North Bengal) তাপমাত্রাও এই ক’দিনে স্থিতিশীল থাকবে। তবে উত্তরবঙ্গেও(North Bengal) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও কোচবিহার সহ উত্তরবঙ্গের সব জেলাতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিঙে হাল্কা তুষারপাত(Snowfall) হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে, দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার এই পরিবর্তন আগামী কয়েক দিন ধরে চলতে পারে(WB Weather Update)। তাই বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

একইভাবে উত্তরবঙ্গের(North Bengal) তাপমাত্রাও এই ক’দিনে স্থিতিশীল থাকবে। তবে উত্তরবঙ্গেও(North Bengal) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও কোচবিহার সহ উত্তরবঙ্গের সব জেলাতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিঙে হাল্কা তুষারপাত(Snowfall) হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে, দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার এই পরিবর্তন আগামী কয়েক দিন ধরে চলতে পারে(WB Weather Update)। তাই বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।