CPIM: মিষ্টির মাঝে সিপিএমের নতুন আশা,২০২৬-এ কি নতুন শুরু?

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: প্রায় এক দশক আগে পরিচালক মৈনাক ভৌমিক নির্মাণ করেছিলেন ‘মাছ,মিষ্টি অ্যান্ড মোর’। ছবিটির মূল থিম ছিল হাস্যরস (humor)। বাংলার রাজনীতিতে সিপিআইএম (CPIM),যেখানে একসময় ক্ষমতায় ছিল,এখন অন্য দলের কাছে হাসির পাত্রে পরিণত হয়েছে। পরপর বড় নির্বাচনে শূন্যদশা কাটাতে না পারার পর,শনিবার থেকে হুগলির ডানকুনিতে (Dankuni, Hooghly) শুরু হচ্ছে সিপিআইএমের রাজ্য সম্মেলন (CPIM State Conference)। সেখানে নেতাদের মেনুতে মাছ থাকলেও,সবচেয়ে বড় আলোচনা হবে মার্ক্স (Karl Marx) নিয়েই। তবে শুধু মার্ক্স (Karl Marx) নয়,মিষ্টিরও গুরুত্ব থাকবে। তিন দিনের এই সম্মেলন থেকেই সিপিআইএম (CPIM) ২০২৬ (2026 Elections) সালে নিজেদের জন্য রাজনৈতিক পুনর্জীবন (political revival) খোঁজার চেষ্টা করবে।

এটি সিপিআইএমের (CPIM) দীর্ঘ সময় পর কলকাতার বাইরে প্রথম রাজ্য সম্মেলন,তাই খরচের ব্যাপারে প্রচুর প্রস্তুতি নিয়েছে। হুগলি জেলা সিপিআইএমের (CPIM) প্রচেষ্টায় প্রয়োজনীয় তহবিল (funds) প্রায় উঠেই গেছে। জেলা সিপিআইএম (CPIM) জানিয়েছে, মিষ্টির জন্য হুগলি বিখ্যাত (famous for sweets), এবং তাই প্রতিনিধি অতিথিদের আপ্যায়নে চন্দননগরের জলভরা,উত্তরপাড়ার ঘট মিষ্টি এবং জনাই ও রাবড়ি গ্রাম থেকে মিষ্টি পরিবেশন করা হবে। যদিও দলের একাংশ প্রশ্ন তুলেছে যে,এত আতিশয্য কেন? অন্যদের মতে,সম্মেলনে আসা প্রতিনিধিদের সন্মান জানানো তো প্রয়োজন। এক নেতার মতে, ‘অতিথিদেবো ভব’ (Atithi Devo Bhava)।

প্রাথমিকভাবে সিপিআইএম (CPIM) পেক্ষাগৃহ খুঁজে পেতে সমস্যায় পড়েছিল কিন্তু পরে ডানকুনির কোল কমপ্লেক্সে সম্মেলন আয়োজনের অনুমতি পেয়েছে। উল্লেখ্য,এই একই মঞ্চে ২০১৮ সালে মিনাক্ষী মুখোপাধ্যায় সিপিআইএমের (CPIM) যুব সংগঠনের রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছিল। সাত বছর পর আবারও সেই মঞ্চে রাজ্য সম্মেলনে দলের নেতৃত্বে তিনি।

রাজ্য সম্মেলনে মিষ্টি থাকলেও দল এরইমধ্যে ২০২৬ সালের নির্বাচনী পরিকল্পনা (2026 Election Strategy) নিয়ে বিশেষ অধিবেশন (special session) আয়োজন করবে। সূত্রের খবর, সম্মেলন রিপোর্টে দলের অবস্থা এবং বুথ স্তরের সংগঠন (booth-level organization) নিয়ে অসংখ্য সমস্যা তুলে ধরা হয়েছে। কংগ্রেস (Congress) এবং আইএসএফের (ISF) সঙ্গে জোট গঠন নিয়ে কর্মীদের মাঝে বিভ্রান্তি রয়েছে,তারও উল্লেখ থাকবে।

রাজ্য সম্মেলনের পর,মঙ্গলবার সকালে নতুন রাজ্য কমিটি গঠন করা হবে। এবার একাধিক নেতার বয়সের কারণে তাদের ‘মার্গদর্শক’ হতে পারে এবং নতুন মুখও অন্তর্ভুক্ত হবে। তবে এই কমিটি ২০২৬ সালে সিপিআইএমের (CPIM) নির্বাচনী লড়াইয়ের নেতৃত্বে থাকবে। মিষ্টি,মার্ক্স থাকলেও,সিপিআইএমের মূল লক্ষ ‘মোর’। ২০২৬ সালে এক আসন পেলেও তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব (political existence) রক্ষা করতে চায়।