নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনূস সম্প্রতি টেসলা এবং স্পেসএক্সের (SpaceX) প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে (Elon Musk) বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তিনি মাস্কের সংস্থা ষ্টারলিঙ্কের (Starlink) ইন্টারনেট পরিষেবা (internet services) বাংলাদেশের মানুষের জন্য চালু করার প্রস্তাবও দিয়েছেন। ইউনূস তাঁর চিঠিতে বলেছেন,আপনি বাংলাদেশ এলে তরুণরা সরাসরি আপনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবে,যা তাদের জন্য অত্যন্ত উপকারী হবে।তিনি ইলন মাস্ককে (Elon Musk) উন্নত ভবিষৎ (better future) গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
এছাড়া,ইউনূস জানান বাংলাদেশ ষ্টারলিঙ্কের পরিষেবা চালু হলে দেশের যুবক (youth) ও প্রান্তিক জনগণের (marginalized communities) জন্য এটি বিশেষ সুবিধা এনে দেবে। ১৩ ফেব্রুয়ারি,মাস্কের সঙ্গে ফোনালাপে (phone conversation) বাংলাদেশে ষ্টারলিঙ্কের কার্যক্রম শুরুর ব্যাপারে আলোচনা হয় এবং ইউনূস ইতিমধ্যে এ ব্যাপারে কাজ শুরু করেছেন।এ লক্ষ্যে তিনি খলিলুর রহমানকে (Khalilur Rahman) স্পেসএক্সের (SpaceX) সঙ্গে যোগাযোগ রাখার জন্য নির্দেশ দিয়েছেন।
আরও খবর: West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে বসন্তের আবাহন, আবহাওয়া দফতরের বড় আপডেট!
তবে ইউনূসের এই আমন্ত্রনের এক সপ্তাহ আগেই,১৩ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে ইলন মাস্কের সঙ্গে কথা হয়েছিল।মাস্ক তখন ট্রাম্পের (Donald Trump) সরকারের (Trump administration) ডিপার্টমেন্ট অফ এফিসিয়েন্সির দায়িত্বে ছিলেন এবং দুই নেতা ভবিষ্যতে একে অপরের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন নিয়ে আলোচনা করেছিলেন।
এদিকে,মাস্কের সফরের আগে চলতি মাসেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) আমেরিকা সফরের সময় ইলন মাস্কের সঙ্গে তাঁর দেখা হয়।সেসময় মাস্ক প্রধানমন্ত্রী মোদীকে তার সংস্থা স্পেসএক্সের একটি মহাকাশজানের অংশ উপহার দেন ,আর মোদী পাল্টা উপহার হিসেবে (spacecraft) মাস্কের তিন সন্তানকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই প্রদান করেন।
এছাড়া,ইলন মাস্কের সংস্থা টেসলা সম্প্রতি ভারতে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে,যেখানে লিঙ্কডিনের মাধ্যমে নিয়োগের জন্য আবেদন নেওয়া হচ্ছে।