নিউজ পোল স্পোর্টস ব্যুরো: এমনিতে তিনি শান্ত হিসেবেই পরিচিত। কিন্তু এবার মাথা গরম করে মাঠে ঝামেলায় জড়ানোর কারণে শাস্তি পেলেন লিওনেল মেসি (Lionel Messi)। মেজর লিগ সকার (Major League Soccer) কর্তৃপক্ষ আর্থিক জরিমানা (Fine) করেছে তাঁকে। ঘটনার সূত্রপাত গত রবিবার। নিউ ইয়র্ক সিটি এফসির (New York City FC) সহকারী কোচকে (Assistant Coach) ঘাড় ধাক্কা দেন এলএমটেন (LM 10)। তর্কে জড়ান রেফারির (Referee) সঙ্গেও। তাঁর এহেন আচরণে অবাক ফুটবল মহল (World Football)।
আরও পড়ুন: PCB: আইসিসির টাকা গেল কোথায়? প্রশ্নের মুখে পাক বোর্ড
চলতি মরশুমে মেজর লিগ সকারের প্রথম ম্যাচে ইন্টার মায়ামি (Inter Miami) মুখোমুখি হয়েছিল নিউ ইয়র্ক সিটি এফসির । ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে মেসির (Lionel Messi) দল। ৫ মিনিটের মাথায় তাঁর বাড়ানো বল থেকে টমাস অ্যাভিলেস (Tomas Aviles) গোল করে মায়ামিকেএগিয়ে দেন। কিন্তু গোল করার কিছুক্ষণের মধ্যেই ২৩ মিনিট নাগাদ লাল কার্ড (Red Card) দেখে মাঠ ছাড়তে বাধ্য হন মায়ামি ডিফেন্ডার (Defender)। কারণ তিনি নিউ ইয়র্ক ফরওয়ার্ড (Forward) আলোনসো মার্টিনেজকে (Alonso Martinez) পিছন থেকে টেনে ধরে গোল করতে বাধা দেন। এরপরেই ১০ জনের মায়ামির বিরুদ্ধে ম্যাচ ফিরে আসে নিউ ইয়র্ক। ২ টি গোল করে তারা।
এরপর একবারে শেষ মুহূর্তে মেসির (Lionel Messi) পাস থেকেই গোল করে ম্যাচ ড্র (Draw) করেন তেলাস্কো সেগোভিয়া (Telasco Segovia)। শুরু থেকেই রেফারির বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি আর্জেন্টাইন (Argentine) তারকা। ম্যাচ শেষের বাঁশি (Final Whistle) বাজতেই তিনি রেফারি অ্যালেক্সিস দ্য সিলভার (Alexis Da Silva) দিকে ছুটে যান। মুখ ঢাকা দিয়ে কিছু বলতে থাকেন তাঁর উদ্দেশ্যে। যে কারণে হলুদ কার্ডও (Yellow Card) দেখেন তিনি। কিন্তু তারপরেও থামেননি বিরক্ত মেসি।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
মেজাজ হারিয়ে বিপক্ষ দলের সহকারী কোচ মেহেদি বালুচির (Mehdi Ballouchy) সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিশ্বকাপজয়ী ফুটবলার (Lionel Messi)। কারণ তাঁর আচরণের প্রতিবাদ করছিলেন বালুচি। আর এই সময় দুবার তাঁর ঘাড়ে ধাক্কা মেরে বসেন মেসি। মুহূর্তে যে ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে যায় সমাজ মাধ্যমে (Social Media)। এই ঘটনার পর মেজর সকার লিগের শৃঙ্খলারক্ষা কমিটি বিবৃতি দিয়ে জানিয়েছিল যে তাদের শৃঙ্খলা কমিটি রায় দিয়েছে যে, “প্রতিপক্ষের মুখে, মাথায় বা ঘাড়ে স্পর্শ করা নীতিবিরুদ্ধ। যা করে নিয়মভঙ্গ করেছেন মেসি।” এবার সেই কারণে মেসিকে জরিমানা করল তারা। তাঁর সতীর্থ উরুগুয়ের (Uruguay) লুই সুয়ারেজকেও (Luis Suarez) একই কারণে জরিমানা করা হয়েছে। যদিও কত টাকা জরিমানা করা হয়েছে সেই বিষয়ে কিছু জানায়নি সকার লিগ কমিটি।