Weather Update: তীব্র গরমে নাজেহাল শহর!

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: গ্রীষ্ম এখনও পুরোপুরি আসেনি, তবে দক্ষিণবঙ্গের (Weather Update) আবহাওয়া ইতিমধ্যেই অস্বস্তিকর হয়ে উঠেছে(West Bengal Weather)। মার্চ মাসের শুরুতেই সূর্যের প্রচণ্ড তেজে রাস্তাঘাটে বের হওয়া দুষ্কর হয়ে পড়েছে। ফ্যান বা এয়ার কন্ডিশনার (AC) ছাড়া অনেকের ঘরে থাকাই কঠিন হয়ে উঠেছে। তবে এই প্রখর গরমের মাঝেও সাময়িক স্বস্তির ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত মাসে শীত বিদায় নিতেই দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে। কলকাতায় বর্তমানে দিনের তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে, যেখানে অন্যান্য জেলার ক্ষেত্রে তা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ফলে কিছুটা স্বস্তি মিলবে। তবে সপ্তাহের শেষ দিকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ, মঙ্গলবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, যেখানে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:- West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে বসন্তের আবাহন, আবহাওয়া দফতরের বড় আপডেট!

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্তত আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে। একইসঙ্গে উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টি না হওয়ার সম্ভাবনা(Weather Update) রয়েছে। ফলে গোটা পশ্চিমবঙ্গেই (West Bengal) তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। বর্তমানে মালদ্বীপ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি হয়েছে, যা লাক্ষাদ্বীপ (Lakshadweep) পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার সঙ্গে যুক্ত। অন্যদিকে, আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আসামে (Assam)। যদিও এই দুটি ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের ওপর সরাসরি প্রভাব ফেলবে না, তবে সাময়িকভাবে তাপমাত্রা কমার কারণ হতে পারে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

অন্যদিকে, জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir), লাদাখ (Ladakh), মোজাফফরাবাদ (Muzzafarabad) এবং হিমাচল প্রদেশ (Himachal Pradesh) সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (Heavy Rainfall) পূর্বাভাস রয়েছে। এছাড়া, কর্ণাটক উপকূলবর্তী অঞ্চলে (Karnataka Coastal Region) তাপপ্রবাহ (Heatwave) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। গরমের দাপট আরও বাড়তে পারে, তাই এখন থেকেই সতর্ক থাকা জরুরি। তবে সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকায় বঙ্গবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর থাকছে।