নিউজ পোল ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu) একসময় সিনেমা জগতে দাপিয়ে বেড়ালেও বর্তমানে কার্যত চুপচাপ জীবনযাপন করছেন। তাঁর স্বামী করণ সিং গ্রোভার (Karan Singh Grover)-ও একই অবস্থায় রয়েছেন। বলিউডে একসময়কার জনপ্রিয় এই দম্পতির হাতে এখন বড় কোনো প্রজেক্ট নেই। যদিও করণকে সম্প্রতি হৃতিক রোশন (Hrithik Roshan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর সঙ্গে ফাইটার (Fighter) সিনেমায় দেখা গিয়েছিল, কিন্তু বিপাশা সম্পূর্ণ পর্দার আড়ালে চলে গিয়েছেন। এই অবস্থার জন্য সরাসরি বিপাশাকেই দায়ী করলেন জনপ্রিয় গায়ক মিকা সিং (Bipasha Basu-Mika Singh)। এক সাক্ষাৎকারে তিনি জানান, আজকের এই পরিণতির জন্য বিপাশার কর্মফল (Karma) দায়ী। কিন্তু কী এমন করেছিলেন বিপাশা, যা নিয়ে এত বিতর্ক?
আরও পড়ুন:- Vardhan Puri: মোগ্যাম্বোর নাতির অভিনয় যাত্রা! জানুন বিস্তারিত

মিকা সিং একসময় বিপাশা বসু(Bipasha Basu) এবং করণ সিং গ্রোভারকে নিয়ে ডেঞ্জারস (Dangerous) নামে একটি থ্রিলার ওয়েব সিরিজ প্রযোজনা করেছিলেন। সেই সময় মিকা(Mika Singh) ভেবেছিলেন, বলিউডের এই জনপ্রিয় জুটিকে নিয়ে কাজ করলে সিরিজটি ভালো ব্যবসা করবে। কিন্তু বাস্তবে ঘটল উল্টো। ছবিটি বক্স অফিসে (Box Office) ভয়ংকরভাবে ব্যর্থ হয়। মিকা দাবি করেন, বিপাশার(Bipasha Basu-Mika Singh) অযথা বায়নাক্কার জন্য এই প্রজেক্টে তার বিশাল ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, ছবির শুটিংয়ের সময় লন্ডনে নানা সমস্যা তৈরি করেন বিপাশা। কখনো অসুবিধার কথা বলে শুটিং বাতিল করেছেন, কখনো অযথা অনাকাঙ্ক্ষিত শর্ত জুড়ে দিয়েছেন। ফলে পুরো প্রজেক্টটির কাজ বারবার থমকে গিয়েছে। মিকার অভিযোগ, এই কারণেই সিরিজটি যথাযথভাবে মুক্তি পায়নি এবং বাণিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়ে। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন মিকা সিং। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, “বিপাশার মতো আচরণ করলে তার কর্মজীবন(Bipasha Basu-Mika Singh) শেষ হওয়াই স্বাভাবিক। আজ সে যা ভোগ করছে, তা তার নিজের কাজের ফল।” তবে বিপাশা বসুও চুপ করে থাকেননি। মিকার এমন মন্তব্যের পর তিনি সোশ্যাল মিডিয়া (Social Media)-তে জবাব দিয়েছেন। এক পোস্টে তিনি লেখেন, “খারাপ মানুষদের গলার জোর বেশি থাকে। কিন্তু আমি এসব পাত্তা দিই না। দুগ্গা দুগ্গা…”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এক সময় জিসম (Jism), ধুম ২ (Dhoom 2), রাজ (Raaz)-এর মতো সিনেমায় অভিনয় করে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছিলেন বিপাশা(Bipasha Basu)। কিন্তু বিয়ের পর থেকেই ধীরে ধীরে ফিল্মি দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেন। বর্তমানে তার হাতে কোনো বড় প্রোজেক্ট নেই। করণ সিং গ্রোভারও(Karan Singh Grover) খুব বেশি সিনেমা করছেন না। বিপাশার কেরিয়ার (Career) আদৌ নতুন মোড় নেবে কিনা।