Malda Crime: যুবকের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মালদা জেলার হবিবপুর থানার পাথর অমরপুর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে বাড়ি থেকে বেশ দূরে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয় (Malda Crime)। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম বিশ্বনাথ মুর্মু (Biswanath Murmu), বয়স ২০ বছর। তিনি হবিবপুর থানার বুলবুলচণ্ডী এলাকার দুহুতোলা গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, বিশ্বনাথ ছিল শান্ত স্বভাবের। তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবনে কিছু জটিলতা চলছিল। শুক্রবার সকালে পাথর অমরপুর এলাকায় স্থানীয়রা এক যুবকের মৃত দেহ পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তারা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন:- SSC: ক্যানিংয়ে শিক্ষিকার মর্মান্তিক পরিণতি!

প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃত দেহের পাশে বিশ্বনাথের মোবাইল ফোন (mobile phone) পড়ে ছিল। প্রথম দেখাতেই মনে হয়েছিল, এটি স্বাভাবিক মৃত্যু নয়। পরিবারের সদস্যরা জানান, তার শরীরে কিছু আঘাতের চিহ্ন ছিল, যা সন্দেহ আরও বাড়িয়ে তোলে। বিশ্বনাথের পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়। তাকে খুন (murder) করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাথর অমরপুর এলাকার এক বিবাহিত মহিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক (love affair) ছিল। পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ফোন কল পাওয়ার পর বিশ্বনাথ বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে সে আর ফেরেনি। শুক্রবার সকালে তারা জানতে পারেন, (Malda Crime) বিশ্বনাথের দেহ ওই মহিলার বাড়ির পিছনে পড়ে রয়েছে। ঘটনাটি জানাজানি হতেই পরিবারের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান এবং ছেলের মৃত দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের অভিযোগ, বিশ্বনাথকে পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। তাদের দাবি, প্রেমঘটিত কারণে তাকে খুন করা হয়েছে। তারা আরও জানায় এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই ঘটনার (Malda Crime) খবর পেয়ে হাবিবপুর থানার (Habibpur Police Station) পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (post-mortem) জন্য পাঠায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে ঘিরে পাথর অমরপুর এবং বুলবুলচণ্ডী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্বনাথের পরিবারের সদস্যরা দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। স্থানীয়রা এই ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।