Murshidabad Violence: ওয়াকফ সংশোধনীকে কেন্দ্র করে হিংসা! আদালতের দ্বারস্থ আইনজীবী

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি সংশোধিত ওয়াকফ আইনের (Waqf Issue) প্রতিবাদের নামে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ (Murshidabad Violence) সহ একাধিক জেলায় যে হিংসার আগুন ছড়িয়ে পড়েছে তা নিয়ে এবার দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিশিষ্ট আইনজীবী শশাঙ্ক শেখর ঝা, যিনি স্পষ্ট অভিযোগ করেছেন এই হিংসার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক উদ্দেশ্য এবং এই হামলায় মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষই বারবার টার্গেট হচ্ছেন।

আরও পড়ুন: Sarada Devi: নববর্ষে পূণ্যার্থীদের ঢল জয়রামবাটীতে, মাতৃভক্তিতে ভরে উঠল আঙিনা

ঝা তাঁর আবেদনে জানিয়েছেন, রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তারই ফলস্বরূপ প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপত্তার খোঁজে পালিয়ে গেছেন মালদা (Malda) জেলার বিভিন্ন এলাকায়। এই বাস্তবতাই প্রমাণ করে, হিংসা নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা কতটা প্রকট। তাই তিনি আদালতের কাছে সিট (বিশেষ তদন্তকারী দল) গঠনের দাবি জানিয়েছেন, যা আদালতের তত্ত্বাবধানে তদন্ত চালাবে (Murshidabad Violence)।

রাজনৈতিক মেরুকরণ এই হিংসাকে (Murshidabad Violence) আরও উসকে দিয়েছে। বিজেপি এই ঘটনার মাধ্যমে ওয়াকফ ইস্যুকে (Waqf Issue) হিন্দু নিপীড়নের প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে, যেখানে তৃণমূল কংগ্রেস বলছে এই হিংসার পেছনে রয়েছে বিজেপির মিথ্যা প্রচার ও উত্তেজনা ছড়ানোর পরিকল্পনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শান্তির আহ্বান সত্ত্বেও ভাঙড়ে (Bhangar) পুলিশের বাইকে আগুন, ইট ছোঁড়া এবং সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) কী পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষায় গোটা রাজ্য এবং দেশ।