NCW at Murshidabad: ‘বাঁচতে চাই’, নিজের ঘর দিয়ে বিএসএফ ক্যাম্প চায় গ্রামবাসী

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি মুর্শিদাবাদের ধুলিয়ানে (NCW at Murshidabad) এক ভয়াবহ সহিংস ঘটনায় গ্রামবাসীদের জীবনে নেমে এসেছে এক বিপর্যয়কর অন্ধকার। ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের আড়ালে যে উন্মত্ত তাণ্ডব সংঘটিত হয়, তা গ্রামের শান্ত পরিবেশকে এক লহমায় ছিন্নভিন্ন করে দেয়। নির্বিচারে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হিংস্র আক্রমণের ফলে বহু মানুষ হারিয়েছেন তাদের ঘরবাড়ি, ভিটেমাটি। আজও সেই ঘটনার দগদগে চিহ্ন রয়ে গেছে পোড়া বাড়ির দেয়ালে, চোখে মুখে আতঙ্কের ছাপ।

আরও পড়ুন: Dilip Ghosh: মায়ের কথায় বিয়ের পিঁড়িতে দিলীপ!

শনিবার, জাতীয় মহিলা কমিশনের (NCW at Murshidabad) একটি প্রতিনিধি দল ধুলিয়ান পরিদর্শনে এলে গ্রামের অসংখ্য মহিলা তাঁদের সামনে ভেঙে পড়েন কান্নায়। কেউ মাটিতে লুটিয়ে কাঁদছেন, কেউ অসহায়ভাবে আকুতি জানাচ্ছেন। এই নিরাপত্তাহীন অবস্থার অবসান চাই। তাদের একটাই দাবি, ‘‘আমরা আর এক মুহূর্তও এই ভয়ের মধ্যে থাকতে পারি না। ধুলিয়ানে স্থায়ী বিএসএফ ক্যাম্প (BSF Camp) স্থাপন করতে হবে। প্রয়োজনে আমাদের নিজস্ব ঘরও দিয়ে দেব ক্যাম্প করার জন্য।’’

শুধু ধুলিয়ান (NCW at Murshidabad) নয়! একইরকম করুণ চিত্র উঠে এসেছে পার্শ্ববর্তী দিঘরি অঞ্চল থেকেও। সেখানেও মানুষের মধ্যে একই বেদনা, একই হতাশা। তাদের কথায়, ‘‘এইভাবে প্রতিদিন মরার চেয়ে একদিনেই যদি সব শেষ হয়, তাও ভালো।’’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

জাতীয় মহিলা কমিশনের (NCW) প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন, ঘটনাটি নিয়ে কেন্দ্রীয় সরকারকে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হবে এবং স্থায়ী বিএসএফ ক্যাম্প স্থাপনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনা হবে। তাদের বক্তব্য, ‘‘আমরা আপনাদের যন্ত্রণার পাশে আছি। গোটা দেশ আজ আপনাদের দুঃখে শামিল। সাহস রাখুন, একা নন।’’