নিউজ পোল ব্যুরো: দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে তিন দিনের সফরে ভারত (India) এলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট (America Vice President) জেডি ভান্স (JD Vance)। সোমবার সকালে দিল্লির পালাম বিমানঘাঁটিতে নামার মধ্য দিয়ে এই ঐতিহাসিক সফরের সূচনা করেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত উষা ভান্স (Usha Vance) এবং তাঁদের তিন সন্তান—ইওয়ান, বিবেক ও মিরাবেল, যারা সকলেই ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সজ্জিত ছিলেন। এই সফর (JD Vance) শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং সংস্কৃতির এক মেলবন্ধনের প্রতীক হয়ে উঠেছে।
আরও পড়ুন: Railway Station: ১৫ বছর ধরে নামহীন রেল স্টেশন!
ভান্সের বিমান অবতরণের সময় তাঁকে ‘গার্ড অফ অনার’ দিয়ে স্বাগত জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Aswini Vaishnav) উপস্থিত থাকলেও প্রটোকল অনুযায়ী ভারতীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) অনুপস্থিতি কিছুটা কূটনৈতিক প্রশ্ন তুলেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ব্যক্তিগতভাবে ভান্সকে আতিথ্য জানিয়ে তাঁকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন, যা এই সফরের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।
এই সফরের (JD Vance) অন্যতম উদ্দেশ্য হলো প্রস্তাবিত ভারত-আমেরিকা (India-America) দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তিকে চূড়ান্ত করা। মোদী-ভান্স (Modi-Vance) বৈঠকে শুল্কনীতি ও বাণিজ্যিক সম্ভাবনার দিকগুলি নিয়ে গভীর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের প্রশাসনই এই চুক্তি নিয়ে আশাবাদী।
সফরের প্রথম দিনেই ভান্স সপরিবারে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির পরিদর্শনে যান। এরপর দিল্লির একটি হস্তশিল্প মলও পরিদর্শন করেন। সোমবার রাতেই তাঁরা জয়পুরের (Jaypur) উদ্দেশে রওনা হন যেখানে পরদিন ঐতিহাসিক স্থাপনাগুলি ঘুরে দেখার পাশাপাশি একটি অনুষ্ঠানে মুখ্য বক্তার ভূমিকায় দেখা যাবে তাঁকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বুধবার (Wednesday) তাঁরা আগরা যাবেন। যেখানে তাজমহল পরিদর্শনের পর আবার জয়পুরে (Jaypur) ফিরবেন। বৃহস্পতিবার জয়পুর থেকেই তিনি আমেরিকা ফিরে যাবেন। রেখে যাবেন এক স্মরণীয় সফরের ছাপ।