নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হতে চলা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার রাজ্য সরকারের ১৭ টি দফতর অংশ নিচ্ছে। ভারত মণ্ডপমে মেলা চত্বরে পশ্চিমবঙ্গের জন্য ৩০৪ বর্গমিটার জায়গা বরাদ্দ করা হয়েছে। সেখানে তৈরি হওয়া সুদৃশ্য প্যাভিলিয়নে রাজ্যের শিল্প সংস্কৃতি, পর্যটন, গ্রামোন্নয়ন, আদিবাসী উন্নয়নের পাশাপাশি ক্ষুদ্র মাঝারি শিল্প স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্মকে তুলে ধরা হবে বলে রাজ্য শিল্পোন্নয়ন নিগম সূত্রে জানা গেছে। কৃষি বিপণন এবং প্রাণিজ সম্পদ দফতরের তরফে রাজ্যে উৎপাদিত বিভিন্ন পণ্য বিক্রি করা হবে। রাজ্যের বিভিন্ন সম্ভাবনার দিক গুলি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার পাশাপাশি মনোরঞ্জন এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। ঢাকের বাজনা ছৌ নাচ বাউল গানের মাধ্যমে অতিথিদের মনোরঞ্জন করা হবে। বাংলার বিভিন্ন স্বাদের মিষ্টি ও পরিবেশন করা হবে। ২৭ তারিখ পর্যন্ত চলা ওই মেলায় ২৬ শে নভেম্বর দিনটিকে পশ্চিমবঙ্গ রাজ্য দিবস হিসেবে পালন করা হবে। সেই দিন রাজ্যের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নে।