নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের সরকারি জমি দখলের চেষ্টায় অভিযোগ। রাজ্যের বিভিন্ন অঞ্চলে একাধিকবার অভিযোগ এসেছে সরকারি জমি দখলের। কখনও সেই অভিযোগের তীর উঠেছে শাসকদলের বিরুদ্ধে কখনো আবার শাসক দলেরই কেউ কেউ তুলেছেন অভিযোগ। এবারেও সেই জমি দখলের সঙ্গে নাম জড়ালো শাসক দলেরই। অভিযোগ উঠল শ্রীকৃষ্ণ পল্লীর এলাকায়। জলাভূমি ভরাটের অভিযোগ শাসকদলের একাংশের বিরুদ্ধে। জ্যাংড়া হাতিয়াড়া দু’ই নম্বর গ্রাম পঞ্চায়েতে শ্রীকৃষ্ণ পল্লীতে ভরাট করার কাজ। শুরু সয়েল টেস্ট প্রক্রিয়া।
জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৬৯ এবং ২৭০ নম্বর পঞ্চায়েতে চলছে জলাভূমি ভরাটের কাজ। রাজারহাট নিউটাউন এর বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এ কাজ করা যাবে না। এ বিষয়ে তিনি বলেন, ‘চরিত্র যাই থাকুক না কেন বর্তমানে সেই জমিতে যদি জল থাকে তাহলে সেটা ভরাট করা যাবে না’ এদিন কথায় হুমকির সুর ছিল তাঁর। তুমি ভরাট করতে যাওয়া সকলের উদ্দেশ্যে তিনি বলেন কাজ এখন পুরোপুরি বন্ধ রাখতে। এমনকি এই ধরনের কাছ থেকে বিরত থাকার নির্দেশ দেন ফোনে। তাঁর এমন নির্দেশের পর যথারীতি বন্ধ হয় তৃণমূল কর্মীদের উদ্যোগ। যদিও বা ভবিষ্যতে আবারো করা হবে একই কাজ নাকি এ বিষয়ে কোন নতুন পদক্ষেপ নেওয়া হবে তা এখনো জানা হয়নি তাদের তরফ থেকে। এখন প্রশ্ন একটাই তাহলে এতদিন কেন লক্ষ্য হয়নি? রাজ্যের একের পর এক জায়গা থেকে এমন অভিযোগ ওঠার পরেও কেন সতর্ক থাকা গেল না সেই সুর চরাচ্ছেন বিরোধীদের অনেকেই। ঘটনাকে ঘিরে চর্চা বেড়েছে রাজনৈতিক মহলে।