নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ-আর জি কর কাণ্ডে এবার জামিন পেলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ওই একই ঘটনায় জামিন পেলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। গ্রেফতার হওয়ার ৯০ পরও সিবিআই চার্জসিট দিতে না পারার কারণেই শুক্রবার শিয়ালদহের আদালতে তোলা হলে বিচারক তাঁদের দুইজনকেই জামিন দিয়েছেন। যদিও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অন্য কোনও মামলা না থাকার কারণে তিনি জেল থেকে ছাড়া পাবেন কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই মামলায় জামিন হলেও এখুনি তিনি জামিন পাচ্ছেন না কারণ,তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের কেস আছে। তবে অভিজিৎ মণ্ডল জেল থেকে ছাড়া পেলেও যখনই তাঁকে ডাকা হবে তখনই তাঁকে হাজির হতে হবে এই শর্তেই তাঁকে জামিন দেওয়া হয়েছে।