ফের মা হলেন কোয়েল

বিনোদন

নিউজ প্যেল বিনোদন ডেস্ক: টলিউডে খুশির হাওয়া, মল্লিকবাড়িতে নতুন সদস্য। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সূত্রের খবর, ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। তাঁর কোলে এসেছিল পুত্র সন্তান, কবীর। কবীরের বয়স এখন সাড়ে চার বছর। আবারও পরিবার পরিকল্পনা করেছিলেন তাঁরা। পুত্র সন্তান খানিক বড় হতেই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। আর তার পরই চলতি বছর দুর্গাপুজোর সময় দ্বিতীয়বার মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷

কোয়েলের কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। আর এই সুখবর শনিবার নিজের সমাজমাধ্যমে নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।কোয়েলকে মাতৃত্বের শুভেচ্ছা জানিয়েছেন ঐন্দ্রিলা সেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আকৃতি কক্কর, জিৎ থেকে শুরু করে রীধিমা ঘোষ, সুদীপ্তা চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী আরও অনেকেই৷