সাত সকালেই ফের ইডির হানা

breakingnews অপরাধ কলকাতা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, হাওড়া: কলকাতার একটি ব্যাঙ্ক-প্রতারণা মামলাকে কেন্দ্র করে মঙ্গলবার সাতসকালে রাজ্য জুড়ে ইডির তল্লাশি। গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট, বেলুড়, ঘুষুড়ি, টালিগঞ্জ, বৈদ্যবাটি সহ মোট ৬টি জায়গায় হানা দেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা।

ইডি সূত্রে খবর, ২০২২ সালে SBI এর তরফে ৩২৮০ কোটি টাকার প্রতারণার মামলা দায়ের কা হয়। মামলার তদন্ত ভার নিয়েছিল সিবিআই। আর সেই মামলায় এদিন কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেখার বালিগঞ্জের ম্যাণ্ডেভিলা গার্ডেনের বাড়িতে, দমদম ক্যান্টনমেন্টের ওষুধ ব্যবসায়ী সঞ্জয় গুপ্তের বাড়িতেও তল্লাশি চলছে। ইডি সূত্রে খবর, ভুয়ো কোম্পানি খুলে টাকা তছরূপ করা হয়েছিল। এর সঙ্গে কোনও প্রভাবশালী ব্যক্তির সংযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।