আইআরসিটিসি-র নাম করে প্রতারণা

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ আইআরসিটিসি-র মাধ্যমে ট্রেনে বিরিয়ানি বিক্রির লোভ দেখিয়ে প্রতারণা। ঘটনায় অভিযুক্তকে পুলিশে দিলেন বিরিয়ানি ব্যবসায়ী। হুগলির চুঁচুড়ায় বিরিয়ানির দোকানে অন্ত নেই। বিরিয়ানির নাম শুনলেই খাদ্য রসিকদের জিভে জল চলে আসে। বাড়ি থেকে বাইরে পা রাখলেই লাল কাপড় ঘেরা বড় বড় হাড়ি খাদ্য রসিকদের আকর্ষণ করে। সেই বিরিয়ানি নিয়েই এবার প্রতারণার অভিযোগ উঠল।

সুত্রের খবর, চুঁচুড়া ঘড়ির মোড়ে মহম্মদ গুলাম আবিরের বিরিয়ানির দোকান রয়েছে। তিনি অভিযোগ করেন, মোহনপুরের হুগলি ঘাট এলাকার বাসিন্দা নিত্যানন্দ দীক্ষিত কয়েকদিন আগে চুঁচুড়া রেল স্টেশনের এক ব্যক্তিকে নিয়ে বিরিয়ানির দোকানে আসেন। তাঁরা জানান, আইআরসিটিসি প্রতিদিন আশি টাকা দামে ষোল প্যাকেট বিরিয়ানি বিক্রির সুযোগ দিয়েছে। গুলাম সাবির তাঁর পরিচিত আরও তিনটি দোকানের সঙ্গে মোট চারটি দোকানের জন্য চুক্তি করেন। সেখানে কোর্ট পেপারে চুক্তি হয় এবং আইআরসিটিসি থেকে মোবাইলে ভেরিফিকেশন কোড পাঠানো হয়। চারটি দোকান থেকে মোট ২ লক্ষ টাকা নেয় দুজন। এক্সট্রা প্রসেসিং ফিজ হিসেবে আরও ১ হাজার ২৮০ টাকা নেয়।

গতকাল রাতে এক যুবক দোকানে এসে আরও টাকা নিয়ে যায় বলে অভিযোগ। এর মধ্যে ব্যবসায়ী জানতে পারেন দূর পাল্লার ট্রেনে খাবার সরবরাহ সহ যা কিছু হয় সব অনলাইনে হয়। নগদ টাকায় হয় না। তখনই ওই ব্যবসায়ী নিত্যানন্দকে ধরে দোকানে বসিয়ে রাখেন এবং টাকা ফেরত দিতে বলেন। তবে নিত্যানন্দ যার মারফতে এই কাজ করেছিল তাঁকে ফোনে পাওয়া যায়নি। বিরিয়ানি ব্যবসায়ী চুঁচুড়া থানার পুলিশের কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।