নিজস্ব প্রতিনিধি: পাঁশকুড়ার মাইশোরা গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর পাটনা গ্রামে ঘটে গেল এক অদ্ভুত ও হাস্যকর ঘটনা! সোমবার রাতে পরলোকগমন করলেন ওই গ্রামের ১০৪ বছরের এক বৃদ্ধ, দেবেন্দ্রনাথ আদক। কিন্তু তাঁর মৃত্যুতে যে ঘটনা ঘটল, তা দেখে সবার হুঁশ উড়ে গেল!
এটা কোন সাধারণ শ্মশানযাত্রা ছিল না, এটা ছিল রীতিমতো একটা পার্টি! হ্যাঁ, ঠিকই শুনছেন। দেবেন্দ্রনাথ আদকের মৃত্যুতে শোকের বদলে যেন আনন্দের মেজাজ তৈরি করলেন তাঁর নাতিরা। শ্মশানযাত্রার সময় তাঁরা হাজির হয় এক বিশাল ব্যান্ড পার্টি নিয়ে, আর পুরো গ্রামকে চমকে দিয়ে নাচতে নাচতে দাদুকে শ্মশানের দিকে নিয়ে যায়! তাঁদের বক্তব্য ছিল, ‘দাদু এতগুলো বছর বেঁচে ছিলেন, তাই এই মৃত্যু কষ্টের নয়, আনন্দের।’
গ্রামের লোকেরা এই ঘটনায় পুরোপুরি হতবাক! তাঁদের মতে, এ তো শ্মশানযাত্রা নয়, যেন একটা বড় পার্টি। কেউই বিশ্বাস করতে পারছিলেন না, যে তাঁরা আসলে একটা শ্মশানযাত্রা দেখছেন। আজকাল তো এমন ঘটনা খুবই কম দেখা যায়, কারণ এখনকার দিনে অনেকেই ৫০ পার হওয়ার আগেই নানা অসুখে ভুগে চলে যান। কিন্তু দেবেন্দ্রনাথ আদক ১০৪ বছর বয়েসে সুস্থ শরীরে পৃথিবী থেকে বিদায় নিলেন। আর তাঁর বিদায় হল এক অনন্য শ্মশানযাত্রা দিয়ে, যা পাঁশকুড়ার ইতিহাসে নতুন নজির স্থাপন করল! দেবেন্দ্রনাথ আদকের নাতিরা বললেন, ‘দুঃখ কিসের? দাদুর স্বর্গসুখ যেন এমনই হয়, তাই আমরা ব্যান্ডপার্টি নিয়ে এসেছি।’ যেখানে সাধারণত শোকের গাম্ভীর্য থাকার কথা, সেখানে নাচগান আর ব্যান্ডের সঙ্গে এক দারুণ আনন্দমুখর বিদায়!