নিজস্ব প্রতিনিধি, হুগলি: স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চার নাবালিকা ছাত্রী। যাদের বয়স ১২ থেকে ১৫ বছর এবং আরেকজনের ১৩ বছর। স্কুল ছুটি হলেও বাড়ি ফেরেনি তারা। তাদের কোন খোঁজও নেই। এদিকে চিন্তায় ঘুম উড়েছে পরিবারের লোকজনদের। নাবালিকাদের বাড়ি তারকেশ্বরের হরিপাল এলাকায়। ঘটনায় তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। নিখোঁজের বিষয়টি সব থানায় জানানো হয় পুলিশের তরফে।
তদন্তের ভিত্তিতে এক যুবকের খোঁজ পায় পুলিশ। সূত্রের খবর, সোশাল মিডিয়ার মাধ্যমে ওই নাবালিকাদের সঙ্গে পরিচয় হয়েছিল ওই যুবকের। যুবকের বাড়ি হুগলির কাটোয়াতে। ওই যুবকের ফোন নম্বর ট্র্যাক করেই চার নাবালিকাকে উদ্ধার করে বলাগড় থানার পুলিশ।
তারকেশ্বর থেকে বলাগড় চলে গিয়েছিল ওই চার নাবালিকা। বলাগড় রেলস্টেশন থেকে হাওড়া কাটোয়া গ্যালপিন লোকাল ট্রেনের সমস্ত কামরায় তল্লাশি চালিয়ে তাদের খোঁজ পায় পুলিশ। এরপর বলাগড় থানার পুলিশ বেহুলা স্টেশনে ট্রেন থামিয়ে রাতেই চার নাবালিকাকে উদ্ধার করে তারকেশ্বর থানায় নিয়ে যায়। তবে, কি কারণে ওই চার নাবালিকা ট্রেনে চলে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। আবার কোনো পাচার চক্র থাকতে পারে বলেও পুলিশের অনুমান। শুক্রবার উদ্ধারকৃত নাবালিকাদের চন্দননগর আদালতে তোলা হবে এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হবে।