Murshidabad: খেলতে গিয়ে নিখোঁজ গঙ্গায়

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার নতুন কৃষ্ণপুর ঘাটে রবিবার সন্ধ্যায় ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গার ধারে খেলতে গিয়ে দুই নাবালিকা নদীতে তলিয়ে যায়। সোমবার সকাল থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করলেও বেলা ১টা পর্যন্ত তাঁদের কোন সন্ধান মেলেনি। ধুলিয়ান পুরসভার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা এই দুই নাবালিকা সম্পর্কে একে অপরের দূর-সম্পর্কের বোন। দুজনেই স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!

রবিবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে নতুন কৃষ্ণপুর ঘাটে খেলা করছিল এই দপই নাবালিকা। খেলতে খেলতে হটাৎই তাঁদের খেলার বলটা জলে পরে যায়। বল তোলার জন্য একজন ঘাটের দিকে নামলে পা পিছলে নদীতে পড়ে যায়। তাঁকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে অন্যজনও নদীতে তলিয়ে যায়। তাঁদের সঙ্গে থাকা অন্যান্য শিশুরা ঘটনাটি দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তল্লাশি শুরু করলেও সন্ধ্যা নেমে যাওয়ায় কাজ স্থগিত রাখা হয়। সোমবার সকাল থেকে ডুবুরি এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আবারও তল্লাশি অভিযান শুরু হয়। বেলা ১টা পর্যন্ত মুর্শিদাবাদের (Murshidabad) দুই নাবালিকার কোন খোঁজ পাওয়া যায়নি।

https://www.youtube.com/@newspolebangla

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই নাবালিকার নাম পাকিজা পারভীন (৭)এবং সুহানা খাতুন (৫)। দু’জনেরই বাড়ি ধুলিয়ান পুরসভার কৃষ্ণপুর এলাকায়। সম্পর্কে তারা দূরসম্পর্কের বোন হন। দুই নাবালিকাই স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। 

https://www.facebook.com/share/v/19GDUDSfiq/

ধুলিয়ান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামিউল আলম বলেন, ‘যে ঘাটটিতে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এখনও কাঁচা রয়েছে। আমরা শুনেছি ওই দুই নাবালিকা হাত ধুতে ঘাটে নেমেছিল। কিন্তু ঘাটের মাটি পিছল থাকার জন্য দু’জনেই পা পিছলে নদী গর্ভে তলিয়ে যায়। এখনও তাদের সন্ধান মেলেনি।’