Book Fair: যাতায়াতে বিশেষ পরিষেবা বই পার্বণে

কলকাতা বইমেলা ২০২৫ রাজ্য শহর শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ অর্থাৎ ২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Book Fair)। আজ মঙ্গলবার থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা বইমেলার জন্য বিশেষ যাতায়াত ব্যবস্থা চালু থাকবে। রাজ্য পরিবহণ নিগম ও ইস্ট ওয়েস্ট মেট্রো মেলা চলাকালীন পরিবহণ পরিষেবা চালু করবে। প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শহরের ২০ টি প্রধান বাস স্ট্যান্ড থেকে করুণাময়ীগামী বাস চলবে। বাসে ‘বইমেলা স্পেশ্যাল’ বোর্ড থাকবে, এবং তারা শিয়ালদহ, মন্দিরতলা, রাজাবাজার, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, শকুন্তলা পার্ক, জোকা, গড়িয়াহাট, ঠাকুরপুকুর, টালিগঞ্জ মেট্রো, গড়িয়া, কামালগাজি, বারুইপুর, যাদবপুর, উল্টোডাঙা, এয়ারপোর্ট ১ নম্বর গেট, ব্যারাকপুর, বারাসাত, সাঁতরাগাছি এবং বালি হল্ট থেকে ছাড়বে।

Tamil Nadu: তামিলনাড়ুর দ্বীপগুলো কি আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য হতে পারে?

এছাড়া, শিয়ালদহ থেকে বেলেঘাটা মেন রোড, বিল্ডিং মোড় এবং উল্টোডাঙা থেকে ব্রডওয়ে, কাদাপাড়া হয়ে আরও শাটল পরিষেবা চালু হবে। মেলা উপলক্ষে ইস্ট ওয়েস্ট মেট্রোতেও অতিরিক্ত ট্রেন চলাচল করবে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর সংখ্যা ১০৬ থেকে বাড়িয়ে ১২২ করা হয়েছে। বইমেলা (Book Fair) চলাকালীন দুপুর ২ টা ৫ মিনিট থেকে রাত ৯ টা ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। রবিবারে মেট্রো পরিষেবা আরও বাড়ানো হবে, দুপুর ২ টা ১৫ মিনিট থেকে রাত ৯ টা ৪০ মিনিট পর্যন্ত।

https://www.youtube.com/@newspolebangla

সরকারি বাসের শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। এসি-১২, এসি ৯বি, এসি ৩৭, এস ২১ রুটের বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। শনি ও রোবিবারগুলিতে বিশেষভাবে বেশি ভিড়ের কারণে বাসের ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া, বেসরকারি বাস তো চলবেই।

https://www.facebook.com/share/p/16NRY8XTQz/