Cancer: সতর্কীকরণ মদের বোতলে

দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: মদের বোতলের গায়ে ক্যান্সারের (Cancer) সতর্কীকরণ প্রচার করা হোক- এমন একটি দাবিতে বম্বে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছে। মামলাকারী, সমাজকর্মী যশ চিলওয়ার আদালতের কাছে আবেদন করেছেন যাতে কেন্দ্র রাজ্য সরকার এবং দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। যশ চিলয়ারের বক্তব্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মদকে প্রথম শ্রেণির কারসিনোজেন (যে বস্তু থেকে ক্যান্সার হতে পারে) বলে চিহ্নিত করেছে। কিন্তু এই বিষয় নিয়ে সাধারণ মানুষ অবগত নন। তাই মদের বোতলের গায়ে ক্যান্সারের (Cancer) বিষয়ে একটি বিধিবদ্ধ সতর্কীকরণ থাকা প্রয়োজন বলে মনে করেছেন মামলাকারী।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

যশ চিলওয়ারের আবেদনে আরও বলা হয়েছে, যে কোনো পণ্য ক্রয়ের সময় ক্রেতার অধিকার রয়েছে সেই পণ্য সম্পর্কে পূর্ণ তথ্য জানার। বিভিন্ন আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরেছেন যশ চিলওয়ার, যেখানে মদের বোতলের গায়ে সতর্কীকরণ লেখা রয়েছে। বিশেষত আয়ারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার মত দেশগুলিতে এই ধরণের নিয়ম রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০২৪ সালের জুন মাসের একটি তথ্য অনুযায়ী, মদ্যপান শারীরিকভাবে ক্ষতিকর, কারণ এটি বিভিন্ন ধরণের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যেমন, ব্রেস্ট ক্যান্সার,লিভার ক্যান্সার। ২০১৯ সালে বিশ্বব্যাপী প্রায় ৪ লক্ষ মানুষের মৃত্যু মদ্যপানের কারণে।এই ধরণের সতর্কীকরণের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব এবং তাঁরা মদ্যপানের ঝুঁকি সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন। এই মামলাটি শুধুমাত্র আইনি বিষয় নয় বরং জনস্বাস্থ্যের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।