ওয়াংখেড়েতে ভারতের দুরন্ত দাপট

ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজ় ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে। এই জয় ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয় হিসেবে চিহ্নিত হয়েছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম টি-২০ সেঞ্চুরির মালিক হন।

শেষ পর্যন্ত তিনি ১৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। তার এই অসাধারণ পারফরম্যান্সের ফলে ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানের বিশাল স্কোর গড়ে। ২৪৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা শুরু থেকেই চাপে পড়েন। মোহাম্মদ শামি তাঁর প্রথম ওভারেই বেন ডাকেটকে (০) আউট করে ইংল্যান্ডের ইনিংসে প্রথম আঘাত হানেন। ফিল সল্ট কিছুক্ষণ প্রতিরোধ গড়ে তুললেও (২৩ বলে ৫৫ রান), অন্যান্য ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। ইংল্যান্ডের ইনিংস মাত্র ১০.৩ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায়। মোহাম্মদ শামি ২.৩ ওভারে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। বরুণ চক্রবর্তী ও শিবম দুবে ২টি করে উইকেট লাভ করেন। অভিষেক শর্মা ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সফল হন, ১ ওভারে মাত্র ৩ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। এই জয়ের মাধ্যমে ভারত পাঁচ ম্যাচের সিরিজ় ৪-১ ব্যবধানে জয়লাভ করে।

সিরিজ জুড়ে ভারতীয় দলের ব্যাটসম্যান ও বোলাররা সমানভাবে অবদান রেখেছেন। বিশেষ করে অভিষেক শর্মার পারফরম্যান্স সিরিজের অন্যতম আলোচ্য বিষয় হয়ে থাকবে।এই সিরিজ় জয়ের পর ভারতীয় দল আত্মবিশ্বাসের সঙ্গে পরবর্তী সিরিজের জন্য প্রস্তুতি নেবে। অন্যদিকে, ইংল্যান্ড দল তাদের দুর্বলতা চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবে।অভিষেক শর্মার এই অসাধারণ পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার ব্যাটিং ও বোলিং দক্ষতা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।