IPL 2025: আইপিএলের শুরুতেই মেগা ক্ল্যাশ, নাইটদের মুখোমুখি বিরাটরা

আইপিএল ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ২৩ নয় ২২ মার্চ থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল ২০২৫ (IPL 2025) -এর। তবে দিন একদিন এগিয়ে এলেও বাকি সব এক‌ই থাকছে। নিয়মমত ইডেনে (Eden Gardens) গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) খেলবে প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচে‌ই তারা মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌র (RCB)। সন্ধ্যা ৭:৩০ টা থেকে শুরু হবে ম্যাচ। প্রথমে ঠিক ছিল ২৩ তারিখ (রবিবার) থেকে শুরু হবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। কিন্তু শোনা যাচ্ছে ব্রডকাস্টার্সদের অনুরোধে তা ২২ তারিখ (শনিবার) করা হয়েছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/13/rcb-announces-new-skipper-ahead-of-ipl-2025/

গত বছর‌ও আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ থেকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠে ৬ উইকেটে হারিয়েছিল আরসিবিকে (RCB)। পরের দিন সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে মাঠে নেমেছিল কেকেআর (KKR)। পরে ফাইনালে‌ হায়দ্রাবাদকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় শাহরুখের (SRK) দল। এবারে (IPL 2025) গতবারের রানার্স আপ হায়দ্রাবাদ তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের (RR) মুখোমুখি হবে তারা। ম্যাচটি হবে বিকেল ৩:৩০ টে থেকে।

বিগত কয়েকদিন ধরে জল্পনা থাকলেও আইপিএলের (IPL 2025) পুরো সূচী এখনও প্রকাশ করা হয়নি বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে। শোনা যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের তারিখ ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিয়েছে বোর্ড। তবে শুরুর দিন বদলে গেলেও এক‌ই থাকছে ফাইনালের (IPL Final) দিন। ২৫ মার্চ হবে ফাইনাল। আর নিয়ম মেনে যা হবে কলকাতাতেই। প্রথম কোয়ালিফায়ার (Qualifier 1) ও এলিমিনেটর (Eliminator) হবে হায়দ্রাবাদে (Hyderabad)। দ্বিতীয় কোয়ালিফায়ার (Qualifier 2) হবে কলকাতায়‌ (Kolkata)।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:https://thenewspole.com/wp-admin/post-new.php

আইপিএলের ১০ টি মাঠ ছাড়াও গতবারের মত এবারেও গুয়াহাটি (Guwahati) এবং ধরমশালাতে (Dharamshala) কিছু ম্যাচ আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। ২৬ এবং ৩০ মার্চ রাজস্থান রয়্যালস (RR) তাদের দুটি হোম ম্যাচ খেলবে গুয়াহাটিতে। এই দুটি সন্ধ্যার ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে যথাক্রমে কেকেআর (KKR) এবং সি‌এসকে (CSK)। আর ধরমাশালাতে পাঞ্জাব কিংস (PBKS) তাদের দুটি হোম ম্যাচ খেলবে। এর পাশাপাশি আর‌ও একটি ম্যাচ পেতে পারে এই স্টেডিয়াম। খুব তাড়াতাড়ি‌ই পূর্ণাঙ্গ সূচী (IPL 2025) ঘোষণা করবে বোর্ড।