নিউজ পোল ব্যুরো: সোনার বাজারে (Gold price hike) আবারও বড়সড় উত্থান (Gold market surge)। গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, শুক্রবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ১৬০ টাকায়। একইভাবে ২২ ক্যারেট সোনার দাম (gold price) ১০০ টাকা বৃদ্ধি পেয়ে ৭৯ হাজার ৯০০ টাকায় পৌঁছেছে এবং ১৮ ক্যারেট সোনা ৯০ টাকা বাড়িয়ে ৬৫ হাজার ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। সোনার দাম বাড়তে থাকায়,বিনিয়োগকারীরা (investors) যেমন খুশি (happy) ,তেমনই সাধারণ ক্রেতাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াছে।
এছাড়া,রুপোর (silver)বাজারেও অভূতপূর্ব মূল্যবৃদ্ধি দেখা গেছে। ইতিহাসে প্রথমবারের মত রুপোর দাম কেজিতে ১ লক্ষ টাকার সীমা পার করেছে। শুক্রবার কলকাতায় রুপোর দাম (silver price)১০০০ টাকা বাড়িয়ে ১ লক্ষ ৫০০ টাকা প্রতি কেজি হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি (global economic), ডলারের ওঠানামা এবং বিনিয়োগ প্রবণতার কারণে এই মূল্যবৃদ্ধি হচ্ছে। আগামী দিনগুলোতেও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: https://www.facebook.com/share/p/1Ax5ay4qmH/
তবে বাজারে (market) গেলে এই দরে সোনা কেনা সম্ভব নয়। এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি (GST)এবং গয়না তৈরির মজুরি। জিএসটি (GST)৩ শতাংশ নির্দিষ্ট হলেও, বিপণি অনুযায়ী মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।
কলকাতার (kolkata) বাজারে, প্রতি ১০ গ্রাম পাকা সোনার (gold)দাম জিএসটি (GST)সহ ৮৯ হাজার ৪৫০ টাকা এবং ২২ ক্যারেট সোনার গয়না দাম শুধুমাত্র কর যোগ করলে ৮৫ হাজার টাকার কাছাকাছি পৌঁছচ্ছে। মেকিং চার্জ যোগ করলে,দাম আরও কিছুটা বাড়বে। রুপোর দামও কর যোগ করে প্রায় ১ লক্ষ ১ হাজার টাকায় পৌঁছেছে।