Kolkata: খাস কলকাতায় ভয়ঙ্কর কান্ড, উদ্ধার একই পরিবারের ৩ সদস্যের দেহ

breakingnews অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরোঃ খাস কলকাতায়(Kolkata) ভয়ঙ্কর কান্ড। একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের ৩ সদস্যের মৃতদেহ(Dead Body)। কিভাবে মৃত্যু হল তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনি।

জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ট্যাংরার শীল লেনে। ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ জানিয়েছে উদ্ধার মৃতদেহের মধ্যে ২ জন মহিলা ও একজন কিশোরী রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে ট্যাংরা থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ  দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/19/union-minister-says-cancer-vaccine-for-women-to-be-available-in-6-months/

ঘটনার পর প্রণয় দে ও প্রসূন দে নামের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে সম্পর্কে তাঁর মৃতদের ভাই হন। তাঁরা পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলার সকালে  প্রতিবেশীরা ওই বাড়ির কারও কোনও সাড়াশব্দ  না পেয়ে ডাকাডাকি শুরু করেন। তার পরেই প্রকাশ্যে আসে ভয়ঙ্কর এই ঘটনা। আত্মহত্যা, খুন, নাকি খুন করে আত্মহত্যা? উঠছে একাধিক প্রশ্ন। মৃত্যুর নেপথ্যে আসল কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/