International mother language day: Ezcc Salt Lake এ খোলা মঞ্চে হল ভাষা দিবসের অনুষ্ঠান

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস( International mother language day) উপলক্ষে সল্টলেক (saltlake) এর একটি স্বেচ্ছাসেবী সংস্থা ইস্পাতের তরফ থেকে পূর্বাঞ্চল সাংস্কৃতি সহযোগিতায় এবং ভারতীয় বিদ্যাভবন স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো অনুষ্ঠান। Ezcc Salt Lake এ খোলা মঞ্চে হয়েছে অনুষ্ঠানটি। এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিধান নগর পৌর নিগমের চেয়ারম্যান শ্রী সব্যসাচী দত্ত, তরুণ কুমার দাশগুপ্ত (প্রধান শিক্ষক ভারতীয় বিদ্যাভবন স্কুল), তাপস সামন্ত রায়, সুব্রত ঘোষ, প্রদীপ বণিক ইস্পাতের সভাপতি সুজিত পাল এবং সম্পাদক রিতেশ বসাক।

অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজননের মাধ্যমে। শ্রী সব্যসাচী দত্ত জানান ‘বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস। জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। কিন্তু দুঃখের বিষয় আজ মুষ্টিমেয় কিছু ব্যক্তিত্বদের জন্য উত্তাল বাংলাদেশ। যারা প্রাণ দিয়েছিলেন নবীন প্রজন্ম তাদের আর মনে রাখেনা। আমরা বাংলার ভাষার পাশাপাশি ভিন্ন ভাষাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। সবার অধিকার আছে যে যার নিজের মাতৃভাষাকে সম্মান করার কিন্তু দুঃখের বিষয় এই প্রজন্মের বাচ্চারা আস্তে আস্তে বাংলা ভাষার পরিবর্তে ইংরেজি ভাষাতে বেশি স্বাচ্ছন্দ।”

অনুষ্ঠানে উপস্থিত তরুণ কুমার দাশগুপ্ত জানান ‘ আমাদের আরো আমাদের বাচ্চাদের বাংলা ভাষা নিয়ে চর্চা করতে হবে। ছোটদের আরো বাংলা বই বেশি করে পড়তে হবে। একুশে ফেব্রুয়ারি কেন পালন করা হয় নতুন প্রজন্মের বাচ্চাদের জানানো আমাদের কর্তব্য। ‘ এছাড়াও শুক্রবারের এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক দল বাংলা ভাষায় গান, কবিতা এবং নাচ প্রদর্শন করেন। এই অনুষ্ঠান সূচনা হওয়ার আগে সদ্যপ্রয়াত বিশিষ্ট সংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং প্রতুল মুখোপাধ্যায়ের গাওয়া গান আমি বাংলায় গান গাই সবাই মিলে একসাথে একত্রিত হয়ে গান।