নিউজ পোল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নেতৃত্বাধীন আমেরিকা ইউক্রেনকে আর সামরিক সাহায্য পাঠাবে না—এই বার্তা স্পষ্ট হওয়ার পরই নেটোর (NATO) ইউরোপীয় সদস্যরাষ্ট্রগুলি নিজেদের উদ্যোগে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। ইউক্রেন সীমান্তের কাছে রোমানিয়ার (Romania) মাটিতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বৃহৎ সামরিক মহড়া ‘স্টেডফাস্ট ডার্ট ২০২৫’ (Steadfast Dart 2025)। এই মহড়ায় ব্রিটেন (Britain), ফ্রান্স (France)-সহ ইউরোপের মোট নয়টি দেশ অংশ নিয়েছে এবং প্রায় ১০,০০০ সেনা এতে যোগ দিয়েছে। মূলত রুশ (Russia) আগ্রাসনের মোকাবিলা করতেই এই মহড়া আয়োজন করা হয়েছে, যা পূর্ব ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে(Steadfast Dart 2025)। ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে আয়োজিত এই মহড়ার পরবর্তী পর্যায়ে ইউক্রেনের মাটিতেও সেনা মোতায়েন করা হতে পারে বলে পশ্চিমি সংবাদমাধ্যমগুলোর দাবি।
শুধুমাত্র রোমানিয়া নয়, আগামী ছয় সপ্তাহ ধরে এই মহড়া চলবে বুলগেরিয়াতেও (Bulgaria)। একইসঙ্গে কৃষ্ণসাগরে (Black Sea) রুশ নৌবহরকে চাপে ফেলতে গ্রিসকেও (Greece) এই মহড়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে নেটো তার শক্তি প্রদর্শন করছে এবং ইউক্রেনকে সমর্থনের সংকল্প পুনর্ব্যক্ত করছে।এদিকে, আমেরিকার আমন্ত্রণে দেশটিতে সফর করার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ (Emmanuel Macron) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘‘আমরা সর্বতোভাবে ইউক্রেনের পাশে থাকব।’’ ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে আর সামরিক সহায়তা(Steadfast Dart 2025) না পাঠানোর সিদ্ধান্ত নিলেও ইউরোপের শক্তিশালী দেশগুলো যে নিজেদের উদ্যোগে কিয়েভের (Kyiv) পাশে দাঁড়িয়েছে, ‘স্টেডফাস্ট ডার্ট ২০২৫’ তারই প্রমাণ।