নিউজ পোল ব্যুরো: ফের চিকিৎসদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। চিকিৎসক ও রোগীদের জন্য বড় পদক্ষেপ নিয়ে আলোচনা বৈঠকে। এদিন ধনধান্য অডিটোরিয়ামে (Dhanadhanya Auditorium) চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠক (Meeting) অনুষ্ঠিত হয়। এই বৈঠকে (Meeting) বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত (Important Decision) নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন,ইটার্ন,হাউস স্টাফ এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের বেতন ১০ হাজার টাকা বাড়ানো হবে (doctor salary increase)। সেই সঙ্গে রেসিডেন্টদের বেতনও বাড়ানোর সিদ্ধান্ত (Decision) নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের বেতন ৬৫ হাজার থেকে বেড়ে ৮০ হাজার (senior residents salary increase),পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭০ হাজার থেকে বেড়ে ৮৫ হাজার এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭৫ হাজার থেকে বেড়ে ১ লক্ষ টাকা (post-doctorate salary increase)হবে। এছাড়া,প্রাইভেট প্র্যাকটিসের দূরত্ব ২০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৩০ কিলোমিটার করা হয়েছে। মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) সাসপেনশনও তুলে নেওয়া হয়েছে।
তবে, এসবের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন,’সেবা সবসময় নিঃস্বার্থ,তার সাথে ভোটের কোনো সম্পর্ক নেই।’ তিনি তার ডায়মন্ড হারবার কেন্দ্রের সেবাশ্রয়কে ট্যাগ করে এই পোস্টটি করেছেন,যেখানে উল্লেখ করেছেন (Mamata’s government schemes), এ পর্যন্ত ৭ লক্ষ ৮৪ হাজার ৫৬০ রোগী চিকিৎসা পেয়েছেন এবং একদিনে প্রায় ১৩ হাজার ১০৩ রোগী সেবা গ্রহণ করেছেন। আরও বলা হয়েছে,বজবজ এলাকায় ৪২ টি ক্যাম্পের মাধ্যমে এই সেবা চলছে।
এখন প্রশ্ন উঠছে,কেন এমন সময়ে অভিষেক এই পোস্টটি করলেন,যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের বৈঠকে ব্যস্ত ছিলেন। তিনি কেন সেবাশ্রয়কে ট্যাগ করে পোস্টটি শেয়ার করলেন? কয়েকদিন আগেই মমতা জানিয়েছিলেন, দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের শেষ কথা তিনি বলেন,অথচ এই বৈঠক নিয়ে কোনো মন্তব্য না করে অভিষেকের এই টুইট রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে তিনি মা-মাটি মানুষের সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষীর ভান্ডার,কন্যাশ্রী এবং স্বাস্থ্য সাথী সম্পর্কে উল্লেখ করেছেন এবং বলেছেন যে, ‘সেবা কখনো ভোটের জন্য নয়,মমতা সরকারের সেবা নিঃস্বার্থ।’