TMC: বাংলাদেশের সঙ্গে যোগ, লাভলি খাতুনকে পঞ্চায়েত প্রধানের পদ থেকে অপসারণ করল তৃণমূল

জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশী(Bangladeshi) নাগরিকত্বের অভিযোগ উঠা তৃণমূল(TMC) পঞ্চায়েত প্রধানের ওবিসি শংসাপত্র বাতিল হওয়ার পরেই এবার বাতিল হল প্রধান পদ। হাইকোর্টের নির্দেশে পদক্ষেপ নিল মহকুমা প্রশাসন। পদ যাওয়ার পর আপাতত প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন উপ-প্রধান। তাঁকে মিষ্টি খাইয়ে তৃণমূলেরই একাংশ সম্বর্ধনা জানিয়েছে। যদিও প্রধান পদ বাতিল হলেও এখনো খারিজ হয়নি সদস্য পদ। অন্যদিকে, প্রধান পদ বাতিল হতেই তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীদের। অভিযোগের পর শুধু প্রধান পদ বাতিল কেন? গ্রেপ্তার কেন নয়? প্রশ্ন তুলেছে বিরোধীরা।

এই বিষয় নিয়েই সুর চড়িয়েছে বিজেপি। একই সঙ্গে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধানের বাংলাদেশি যোগ রয়েছে, প্রয়োজনে সিবিআই তদন্ত হোক। এমনটাই দাবি করেছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। বাতিল হয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলী খাতুনের প্রধান পদ । প্রশাসনের নির্দেশে সেই জায়গায় দায়িত্ব নিলেন উপ-প্রধান একরামুল হক। লাভলি খাতুন বিগত পঞ্চায়েত ভোটে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেছিলেন। প্রধান আসন সংরক্ষিত থাকায় সুযোগ বুঝে তৃণমূলে যোগদান করে প্রধান হয়ে যান লাভলী খাতুন। তাঁর কাছে ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী রাহেনা সুলতানা কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন লাভলী খাতুন বাংলাদেশের নাগরিক। জাল নথিপত্র বের করে জাল ওবিসি শংসাপত্র করে তিনি প্রধান হয়েছেন। হাইকোর্টে অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চের নির্দেশে তদন্ত শুরু করেন মহকুমা শাসক সৌভিক মুখার্জি। মহকুমা শাসকের দপ্তরে একাধিকবার শুনানি হয়। শুনানিতে একাধিক অসঙ্গতি উঠে আসে। ভুয়ো বাবার নাম ব্যবহার করে এবং সাক্ষীদের সই জালিয়াতি করে লাভলী খাতুন ওবিসি শংসাপত্র বের করে ছিলেন। সেই রিপোর্ট দেওয়া হয় হাইকোর্টে। কোর্টের নির্দেশে তারপর শোকজ করা হয় লাভলী খাতুনকে। তারপরেই এবার বাতিল প্রধান পদ।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/25/who-will-be-present-at-mamatas-27th-meeting-tmc-sends-letter-with-special-request/

যদিও এখনো সদস্য পদ খারিজ হয়নি। সেই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। সেই সঙ্গেই বিরোধীদের দাবি সদস্য পদ বাতিলের সঙ্গে গ্রেফতার করা হোক লাভলী খাতুনকে। বিজেপির আশঙ্কা লাভলির বাংলাদেশের যোগ রয়েছে। তাই সিবিআই তদন্তের প্রয়োজন। অন্যদিকে তৃণমূলের দাবি তার জাল শংসাপত্র বের করার ব্যাপারে কংগ্রেসের হাত ছিল। কংগ্রেস টিকিট দিয়েছিল। এমনটাই সাফাই শাসক দলের। প্রশাসন সূত্রে খবর ধাপে ধাপে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া হবে নিয়ম মেনে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/