Central Bank Of India: হিলিতে সেন্ট্রাল ব্যাঙ্কের নতুন শাখার উদ্বোধন

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: এবার দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলারজেলার হিলিতে (Hili) উদ্বোধন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Central Bank Of India) একটি নতুন ভবনের। এই ব্যাঙ্কটি ৭০ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে এবং আজকের এই নতুন ভবনটি গ্রাহকদের (Customer) জন্য আরও উন্নত পরিষেবা (Advanced services) প্রদান করবে বলে আশা করা হচ্ছে। পুরোনো ভবনটির পরিবর্তে এই নতুন ভবনটি ব্যাঙ্কের প্রধান শাখার ব্যবস্থাপনায় তৈরি হয়েছে, যা গ্রাহকদের জন্য আরও আধুনিক সুবিধা (Modern facilities) এবং স্বাচ্ছন্দ্য (Comfortable) দেবে।

আরও পড়ুন:Jalpaiguri News: জলপাইগুড়ি মেডিক্যালে ভ্যাকসিনের সঙ্কট

নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank Of India) পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের (Andaman and Nicobar Islands) জোনাল হেড পিসি খুরানা উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই নতুন শাখাটি ব্যাঙ্কের গ্রাহকদের জন্য আরও উন্নত পরিষেবা সরবরাহ করবে এবং তাদের আর্থিক চাহিদাগুলি পূরণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে কাজ করবে। নতুন ভবনটি আধুনিক প্রযুক্তি এবং উন্নত পরিসরের জন্য তৈরি, যাতে গ্রাহকরা আরও সহজে এবং দ্রুত তাদের ব্যাঙ্কিং কাজ করতে পারেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank Of India) বিভিন্নবিভিন্ন ধরনের আর্থিক সেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে কৃষি ঋণ (Agricultural Loan), শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন (Student Loan), ফুড প্রসেসিং ঋণ (Food Processing Loan), মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং নারী শক্তির উন্নয়নে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করছে। যুবসমাজের উচ্চশিক্ষায় সহায়তা করার জন্য ব্যাঙ্ক স্টুডেন্ট লোন (Bank Student Loan) প্রদান করছে, যা তাদের শিক্ষা ক্ষেত্রে আরও উন্নতি করতে সহায়ক হবে।

এই নতুন ভবনটির মাধ্যমে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank Of India) আরওআরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। যা ব্যাঙ্কিং পরিষেবার (Banking services) উন্নতি এবং গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধির দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন:Bhotpatti Rail-Station: টিকিটের অভাবে যাত্রীরা বিপদে!