নিউজ পল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার ফলতায়(Falta Incident) খড়ের গাদায় উদ্ধার হয়েছে এক মহিলার অগ্নিদগ্ধ্ মৃতদেহ(Burnt Dead Body)। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে এই বিষয় তদন্ত শুরু করেছে। তবে পুলিশি তদন্তে প্রশ্ন উঠছে খুন করে প্রমান লোপাটের জন্যই কি ওই মহিলাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয় খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা(Gopalpur Gram Panchayet Area) থেকে একটু দূরে রয়েছে একটি নির্জন জায়গা। বুধবার সকালেই সেখানকার স্থানীয় বাসিন্দারা খড়ের গাদায় আগুন জ্বলতে দেখে। আগুনের মধ্যেই তারা লক্ষ্য করে এক মহিলার অগ্নিদগ্ধ্(Burnt Dead Body) মৃতদেহ। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা এই ঘটনা দেখে তড়িঘড়ি পুলিশে খবর দেয়।
আরও পড়ুন:- Fulbari: ফুলবাড়িতে রাস্তা দিয়ে যাওয়ার পথে ব্যাগে যা দেখলেন মহিলা
খবর পেয়েই দ্রুত ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে(Falta Incident) পৌঁছায়। ঘটনাস্থলে(Crime Scene) গিয়ে তারা ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত পুলিশ অনুমান করছে ওই মহিলা খুনই হয়েছেন। খড়ের গাদায় নিয়ে গিয়ে তার দেহে আগুন লাগিয়ে দেওয়া। তবে কি খুব করে পরিচয় ও প্রমান লোপাটের(Destroying Evidence) জন্যেই খুনী এমন কাজ করেছে? সেই নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে কোনো একজন এই ভয়াবহ ঘটনার সঙ্গে যুক্ত নয়। অনেকে মিলেই এই ঘটনাটি ঘটিয়েছে। দেহটি সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়ার জেরে ওই মহিলাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
গোপালপুর(Gopalpur) গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো মহিলা বা তরুণী নিখোঁজ কিনা এই বিষয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলটি ছিল বেশ নির্জন। তবে কি দুষ্কৃতীরা এই নির্জন এলাকায় বেছে নিয়েছিল ওই মহিলাকে হত্যা করার জন্য? এই বিষয় গভীর তদন্ত শুরু করেছে পুলিশ(Falta Police)। গোটা এলাকায়(Falta Incident) ইতিমধ্যেই আতংক ছড়িয়েছে। এই ঘটনার আরও তথ্য ও নমুনা সংগ্রহের চেষ্টা চালাচ্ছে ফলতা থানার পুলিশ। খুব শীঘ্রই অভুযুক্তদের গ্রেফতার(Arresting Suspects) করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।