নিউজ পোল ব্যুরো: দিনকয়েক আগে শহরে টোটো চালানোর দাবিতে কাঁথি পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সদস্যরা। আর এবার পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান পৌরসভার বিরুদ্ধে সরব হল জেলা কংগ্রেস। যদিও তার কারণ একেবারেই ভিন্ন। সূত্রের খবর, তৃণমূল পরিচালিত বর্ধমান পৌরসভার (Burdwan Municipality) পৌর পিতা কংগ্রেস নেতা গৌরব সমাদ্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই আন্দোলন।
আরও পড়ুনঃ Samik Bhattacharya: তৃণমূলকে আক্রমণ করতে বিতর্কিত মন্তব্য শমীকের
রাজ্যের শাসক তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস। মাত্র দিনকয়েক আগেই বর্ধমান পৌরসভার (Burdwan Municipality) বিরুদ্ধে দুর্নীতি এবং শহরজুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করেছিল কংগ্রেস। এতেই শেষ নয়। পালন করা হয় শুদ্ধিকরণ কর্মসূচিও। প্রয়াগরাজে সদ্য শেষ হয়েছে মহাকুম্ভ। সেই মহাকুম্ভ থেকে আনা গঙ্গাজল ছিটিয়ে পৌরসভার শুদ্ধিকরণ করে বর্ধমান জেলা কংগ্রেস।

এই ঘটনা যে তৃণমূল পরিচালিত বর্ধমান পৌরসভা (Burdwan Municipality) মোটেই ভাল চোখে দেখেনি তা বলাই বাহুল্য। বর্ধমান পৌরসভার পৌর পিতা কংগ্রেস নেতা গৌরব সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানায়। সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মচারীদেরকে হুমকির অভিযোগ আনা হয়। তবে মঙ্গলবার বর্ধমান জেলা আদালত থেকে জামিন পেয়েছেন কংগ্রেস নেতা। আর তারপরই আদালতের গেটের সামনে পুনরায় বিক্ষোভ আন্দোলন করেন কংগ্রেস কর্মীরা।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
জামিন পাওয়ার পর এদিন সাংবাদিকদের মুখোমুখি কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, “চেয়ারম্যান এবং তৃণমূলের নেতাদের মদতে যে অবৈধ নির্মাণ গড়ে উঠেছে তার বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি আমরা সরব হয়েছিলাম। এখন চেয়ারম্যান ভয় পেয়ে আমার নামে মিথ্যা মামলা করেছেন।” এদিকে কংগ্রেস কর্মীদের দাবি, মিথ্যা মামলা করে তাঁদের কণ্ঠরোধ করা যাবে না। তাঁরা অভিযোগ করছেন, বেআইনি নির্মাণের সঙ্গে তৃণমূল নেতারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এর পাশাপাশি বর্ধমান পৌরসভাকে ‘দুর্নীতির আঁতুড়ঘর’ বলেও কটাক্ষ করেছেন তাঁরা।